মেসিকে বন্ধু এবং আইডল বলল নেইমার
ব্রাজিল এবং আর্জেন্টিনা হচ্ছে ফুটবলে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ। ল্যাতিন আমেরিকার এই দুই দেশের ফুটবল মানেই যুদ্ধ যুদ্ধ অবস্থা। দুই দলের প্লেয়ারদের মধ্যে তো কোপা আমেরিকার পর কথার লড়াইও হল। কিন্তু এই দুই দেশের দুই সেরা তারকা নেইমার এবং মেসির মধ্যে আবার বৈরি সম্পর্ক নেই। তারা দুজনেই খুব ভালো বন্ধু এবং পিএসজিতেও তারা খেলেন একই সঙ্গে। ২০১৩ সালে বার্সালোনাতে আসেন নেইমার জুনিয়র। তখন মেসিও ছিলেন বার্সাতে। সেই সময় থেকেই দুজনের মধ্যে দারুণ সম্পর্ক গড়ে উঠে। এখন তারা পিএসজিতে খেলেন। ২০১৭ সালে নেইমার আসেন পিএসজিতে, ২০২১ সালে মেসি আসেন পিএসজিতে। মেসি এবং নেইমার চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে আছে। মাঠে তাদের পারফর্মেন্স তাদের বন্ধুত্বের মতই দুর্দান্ত। চলতি মৌসুমে নেইমার লিগ ওয়ানে ৩টি ম্যাচে সরাসরি ১১টি গোলে জড়িত এবং মেসি তিন ম্যাচে সরাসরি ৬ গোলে জড়িত। নেইমার জুনিয়র গতরাতে তার ইনস্টগ্রামে মেসির সঙ্গে একটি ছবি পোস্ট করেন এবং ক্যাপশনে লিখেন, “আইডল এবং বন্ধু, ধন্যবাদ ফুটবল।”
কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷