নওগাঁয় তিন মাসে সড়ক দুর্ঘটনায় ১২ জনের মর্মান্তিক মৃত্যু অবৈধ যানবাহন চলাচলের প্রতিবাদে মানববন্ধন
নওগাঁর নওহাটার মোড়ে সড়ক দুর্ঘটনা রোধ কল্পে মহাসড়কে অবৈধ যানবাহন চলাচলের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি আজ শক্রবার সকাল ১১ টায় পালন করা হয়েছে।
হেল্প লাইন হ্যালো নওগাঁর আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি সাহিত্যক ও চিত্র পরিচালক আজাদুল ইসলাম খোকন, দৈনিক প্রথম সংবাদ এর সম্পাদক এস.এম. আজাদ হোসনে মুরাদ,নওহাটা বনিক সমিতির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন,প্রথম সংবাদ বন্ধু ফোরাম মান্দার সাধারণ সম্পাদক সাংবাদিক এ.বি.এম.হাবিব বিত্তম.হ্যালো নওগাঁর সুইস হোসেন প্রমূখ।
উক্ত মানববন্ধনের সভাপতিত্ব করেন হ্যালো নওগাঁর জাকির হোসেন। এসময় বক্তারা বলেন সড়ক দুর্ঘটনা প্রতিরোধে অবিলম্বে মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধ করে সুরু ব্রীজ/কালভার্ট সম্প্রসারন করতে হবে।গত তিন মাসের ব্যবধানে খাদ্য বিভাগের প্রস্তাবিত সাইলো নির্মানের প্রকল্প এলাকায় শুধুমাত্র মাটিবাহী "অবৈধ্য ট্রাক্টরের" কারনে বা "মাটি না ঢেকে" বহনের কারনে নওগাঁ-রাজশাহী মহাসড়কের নওহাটামোড় বাজার টু বাবলাতলীমোড় এর মাঝে একের পর এক সড়ক দূর্ঘটনা ঘটেছে। এমনকি ইতোমধ্যেই ৪ জন শিক্ষক/শিক্ষিকা, বাবা-ছেলে ও স্বামী-স্ত্রী সহ মোট ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া অনেকেই আহত হয়েছেন উল্লেখ করে বক্তারা প্রশাসনের উদ্দেশ্যে বলেন, আর কত মানুষের মৃত্যু হলে এগুরুত্বপূর্ণ সড়কে চলাচলকারী অবৈধ্য যান "ট্রাক্টর" বন্ধে আইনানুগ পদক্ষেপ নিবেন। গত ৩ মাসের ভেতর অনেক মায়ের বুক খালি হয়েছে, অনেক লোকজন তার স্বজনদের হারিয়ে আর্তনাদ করেছেন তারপর আপনারা "প্রশাসন" কি কারনে মাটিবাহী "অবৈধ্য ট্রাক্টর" বন্ধের পদক্ষেপ নিচ্ছেন না। এসময় বক্তারা অতিদ্রুত গুরুত্বপূর্ন এ সড়কে অবৈধ্য ট্রাক্টর চলাচল বন্ধের জন্য প্রশাসনের প্রতি আইনানুগ পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
অন্যদিকে মহাসড়কে আটাল মাটি পরে বর্ষার পানিতে রাস্তা পিচ্ছিল হয়ে এক এর পর এক দুর্ঘটনা ঘটছে। সাইলো প্রকল্প বাস্তবানাধীন এলাকয় যানজট নিরসনের অব্যবস্থাপনার সুষ্ঠু সমাধান করতে হবে। এসময় স্থানীয় সাংসদের দৃষ্টি আকর্ষণ করে জনগুরুত্বপূর্ণ চোমাসীয়া নওহাটার মোড়ে পথচারীদের নিরাপদে চলাচলের জন্য ওভার ব্রীজ নির্মানের দাবী জানানো হয়।
কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷