Breaking News

গোবিন্দগঞ্জ পৌরসভায় মশক নিধন কার্যক্রমের উদ্বোধন

 গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভায় মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৭ আগস্ট) বিকালে পৌর কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র মুকিতুর রহমান রাফি। দুটি ফগার মেশিনে পর্যায়ক্রমে ৯ টি ওয়ার্ডে মশার সম্ভাব্য স্থানগুলোতে স্প্রে করা হবে। মশক কীট ধ্বংসের পাশাপাশি মশার উপদ্রব থেকে পৌরবাসীকে স্বস্তি দিতেই পৌরসভার এ উদ্যোগ বলে জানান পৌর মেয়র।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম আজাদ, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শেখ সাদেক, বীরমুক্তিযোদ্ধা মজিবর রহমান, বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া মোঃ আসাদুজ্জামান হিরু,প্যানেল মেয়র- ২ রিমন তালুকদার, কাউন্সিল ছামসউদ্দিন শেখ ভেলা, মোকলেছুর রহমান প্রধান, জাহাঙ্গীর আলম জাফু, সংরক্ষিত কাউন্সিলর সুইটি বেগম, জহুরা বেগম, সাহানা বেগম, পৌর প্রকৌশলী মেহেদুল ইসলাম, পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি আশরাফুল ইসলাম, পৌর সার্ভেয়ার আনোয়ার হোসেন প্রমুখ।



কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷