Breaking News

বিরলে সহপাঠীর উপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

 উপজেলার মোহনা মঙ্গলপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র রিয়াদ হোসেন রাব্বি’র উপর হামলার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শনিবার (০৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় মোহনা মঙ্গলপুর উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
মানববন্ধনে চলাকালীন সমাবেশে বক্তব্য রাখেন রিয়াদ হোসেন রাব্বি’র বোন লাবন্য আক্তার লিজা, রাব্বি’র সহপাঠী সিহাব, আলিফ, ১০ম শ্রেণির ছাত্র আজমাইন, সাবেক শিক্ষার্থী সালমান, সামিউল, জরিফুল, মিম, সোহাগ ইসলাম ও স্থানীয় চিকিৎসক রাকিব হোসেন।
জানা গেছে, গত ২৬ নভেম্বর (শনিবার) সন্ধ্যা সাড়ে ৭টায় মঙ্গলপুর বাজার থেকে ০৯নং মঙ্গলপুর ইউপি’র পুরাতন পরিষদে যাওযার পথিমধ্যে রাস্তার ০৪ জন ব্যক্তি রাব্বি’র উপর হামলা করে। মারপিটের ফলে রাব্বি’র শরীরের বিভিন্ন স্থানে জখম ও কেটে যায়।
পরে রাত সাড়ে ৯টার দিকে এক ব্যক্তি উদ্ধার করে মঙ্গলপুর বাজারের স্থানীয় চিকিৎসক রাকিবের কাছে নিয়ে যায়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
পরে হামলার শিকার রাব্বি’র বাবা মো. লিটন বাদী হয়ে বিরল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে মঙ্গলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক রায়হান বলেন, ঘটনাটি’র প্রকৃত রহস্য উদঘাটনের জন্য পুলিশী তদন্ত এখনও চলমান রয়েছে।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷