Breaking News

ক্লাসে হঠাৎ হিস্টিরিয়ায় আক্রান্ত ১০ শিক্ষক-শিক্ষার্থী

 বাগেরহাটের চিতলমারীতে ক্লাস চলার সময় হঠাৎ ১০ জন শিক্ষক-শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে ৮ জন ছাত্রী ও দুইজন শিক্ষক। তারা হিস্টিরিয়া রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন বলে ধারণা করছেন চিকিৎসকরা। সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

গুরুতর অসুস্থরা হলেন বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা লক্ষ্মী বিশ্বাস (২৭), ওই বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী আরিশা আক্তার (১২), নওশিন আক্তার (১৩), সুস্মিতা রায় (১২), সুইটি হীরা (১২) ও ষষ্ঠ শ্রেণীর ছাত্রী আশামনি (১১)।

শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেলা ১১ টার দিকে ক্লাস চলার সময় সপ্তম শ্রেণির এক ছাত্রী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। তাকে দেখে তাৎক্ষণিকভাবে একই শ্রেণির আরও ৬ জন ও ষষ্ঠ শ্রেণির একজন ছাত্রী অসুস্থ হয়। অসুস্থ ছাত্রীদের হাসপাতালে নেয়ার সময় বিদ্যালয়ের শিক্ষিকা লক্ষ্মী রানী বিশ্বাস ও খুকুমনি সাহা অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের মধ্যে দুই শিক্ষিকাসহ ৫ জন প্রাথমিক চিকিৎসায় সুস্থ হন। বাকি ৫ জন ছাত্রীকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃনাল কান্তি মিস্ত্রী জানান, বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী আরিসা আক্তার অসুস্থ হলে তাকে দেখে আরও ৭ ছাত্রী ও হাসপাতালে নেয়ার সময় দুইজন শিক্ষিকা অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের মধ্যে ৫ জন ছাত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মানুন হাসান জানান, সাধারণত ভয় বা মানসিক চাপের কারণে মেয়েরা হিস্টিরিয়া রোগে আক্রান্ত হয়। আশঙ্কার কিছু নেই, দ্রুতই তারা সুস্থ হয়ে যাবে।



কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷