গাইবান্ধায় বাংলা ইশারা ভাষা দিবস পালিত
বাংলা ইশারা ভাষার প্রসার, শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার’ এই প্রতিপাদ্য নিয়ে গাইবান্ধায় বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) সকালে দিবসটি উদযাপন উপলক্ষে কালেক্টরেট সম্মেলন কক্ষে গাইবান্ধা জেলা প্রশাসন এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র আলোচনা সভার আয়োজন করে।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক মো. অলিউর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদেকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা কর্মকর্তা মো. ফজলুল হক, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. আখতার হোসেন, গাইবান্ধা প্রেসক্লাব সভাপতি কেএম রেজাউল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন, পৌরসভার প্যানেল মেয়র মো. শহীদ আহমেদ প্রমুখ।এসময় বক্তারা বলেন, ভাষা আন্দোলনের মাসে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এসময় বক্তারা সবক্ষেত্রে বাংলা ইশারা ভাষার ব্যবহার এবং শ্রবণ প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধীদের প্রতি বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান। তারা বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে শ্রবণ প্রতিবন্ধীদের সকল ক্ষেত্রে সম্পৃক্ত করে উন্নয়নের মূল ¯্রধারায় তাদের নিয়ে আসতে হবে
কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷