পলাশবাড়ীতে নদী থেকে বালু উত্তোলন করায় দুটি মেশিনসহ পাইপ অকেজো করে দিয়েছে উপজেলা প্রশাসন
গাইবান্ধার পলাশবাড়ীতে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় মেশিন ও পাইপ অকেজো করে দিয়েছে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রদীপ্ত রায় দীপন।
৭ ফেব্রুয়ারী সোমবার দুপুরে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের করতোয়া নদীতে এ অভিযান চালানো হয়। জানা যায়, ওই এলাকার বালু ব্যবসায়ী কামাল ও শাফিউল দীর্ঘদিন থেকে কিশোরগাড়ী ইউনিয়নের বিভিন্ন মানুষের বাড়ী কন্ট্রাক নিয়ে নদী থেকে, কৃষি জমি থেকে, পুকুর থেকে, পাকা রাস্তা, স্কুল ও বাঁধের সন্নিকট থেকে মেশিন দিয়ে বালু উত্তোলন করে ব্যবসা করে আসছিল। এখবর বিভিন্ন গণমাধ্যমে আসার পর উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের নির্দেশে উপজেলা সহকারি কমিশনার ভূমি ও পলাশবাড়ী থানা পুলিশের সহযোগিতায় দুটি মেশিনসহ পাইপ অকেজো করে দেওয়া হয়। উক্ত বালু উত্তোলনকারী কামালের বাড়ী কিশোৱগাড়ী ইউনিয়নের চকবালা গ্রামের গলদহ পাড়ায় ও শাফিউলের বাড়ী একই ইউনিয়নের তেকানি গ্রামে।
কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷