Breaking News

সাদুল্লাপুরে ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা-১, জাতীয় পার্টি-১ ও স্বতন্ত্র-৬

 ষষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার আট ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে চেয়ারম্যান পদে মাত্র একটিতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী জয় পেয়েছেন। এ ছাড়া ছয়টিতে স্বতন্ত্র ও অন্যটিতে জাতীয় পার্টি মনোনীত লাঙল প্রতীকের প্রার্থী নির্বাচিত হয়েছেন।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে সাদুল্লাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. লুৎফর রহমান বেসরকারি এ ফলের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। সোমবার (৩১ জানুয়ারি) সকাল ৮ থেকে বিকেলে ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে এ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

চেয়ারম্যান পদে নির্বাচিতরা হলেন, রসুলপুর ইউনিয়নে অটোরিক্সা প্রতীকে প্রভাষক মো. রবিউল ইসলাম, নলডাঙ্গা ইউনিয়নে লাঙ্গল প্রতীকে মো. আব্দুল গফুর, দামোদরপুর ইউনিয়নে ঘোড়া প্রতীকে মো. জাহাঙ্গীর আলম, ফরিদপুর ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকে মো. আব্দল্লাহ আল মামুন মিলন, ধাপেরহাট ইউনিয়নে নৌকা প্রতীকের মো. শফিকুল কবির মিন্টু, ইদিলপুর ইউনিয়নে ঘোড়া প্রতীকে বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহমান সরকার, ভাতগ্রাম ইউনিয়নে ঘোড়া প্রতীকে মো. মাহফুজার রহমান মাফু ও খোর্দ্দ কোমরপুর ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকে সৈয়দ মনজুরুল ইসলাম রেজোয়ান।

সাদুল্লাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা লুৎফর রহমান বলেন, নির্বাচনে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়া সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে উপজেলার ৮টি ইউনিয়নের ৭৯টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷