টাকার জন্য পলাশবাড়ীর হরিদাস বাবু'র হয়রানী তার বিরুদ্ধে অপপ্রচার অনুসন্ধানে প্রমাণ
১১ হাজার ২০০ টাকার বিনিময়ে পলাশবাড়ীর খবর পেজ এর এডমিন ডিলিট করলো বহুল আলোচিত সনাতনীদের প্রান পুরুষখ্যাত হরিদাস চন্দ্র তরনী দাসের গত ২০২২ সালের একটি ঘটনার ভিডিও।
গত ২ দিন আগে পলাশবাড়ী খবর পলাশবাড়ী গাইবান্ধা পেজ হতে যমুনাটিভি একটি ভিডিও নিউজ এ পেজ পোস্ট করে বুস্ট করা হয় এতে মুহুর্তে ভাইরাল হয় ভিডিওটি এরপর হতে হরিদাস চন্দ্র তরনী দাসের নিকট হতে ভিডিও ডিলেট ও আর নিউজ পোস্ট হবে না মর্মে ১৫ হাজার টাকা দাবী করে পেজে এডমিনের নামে এরপর অনুসন্ধানের অংশ হিসাবে সচেতন সাংবাদিকদের পরামর্শে ১২ অক্টোবর রবিবার তার প্রতিনিধি একজন গণমাধ্যমকর্মী ফজলার রহমান এর ব্যবহৃত বিকাশের 01743662664 নাম্বারের মাধ্যমে ১২ অক্টোবর রবিবার সন্ধ্যা ৭ টা ৬ মিনিটে ১১ হাজার ২ শত টাকা প্রদান করা হয়। এরপর পর রবিবার সন্ধ্যা সাড়ে ৭ ঘটিকায় পলাশবাড়ী খবর পেজ হতে ভিডিওটি ও একটি পোস্টসহ দুটি পোস্ট ডিলেট ও পেজটি ইনভেলিট করে রাখা হয়।
গণমাধ্যমকর্মী ফজলার রহমান পলাশবাড়ী পৌর শহরের নরুল ইসলামের ছোট ছেলে ও সাংবাদিক সিরাজুল ইসলাম রতনের ছোট ভাই।
উল্লেখ্য, পলাশবাড়ী উপজেলা ২ নং হোসেন পুর ইউনিয়নের রাম চন্দ্রপুর বৃন্দাবন পাড়ায় শ্রী শ্রী রাধা গোবিন্দ কালি মন্দির নামে নিজ উদ্যোগে বিশাল একটি মন্দির নির্মাণ করেন হরিদাস চন্দ্র তরনীদাস।।তার এ মন্দির নির্মাণের পর হতে মন্দির ভক্ত গণের পদচারনায় ইর্ষান্তিত হয়ে নানা ভাবে ষড়যন্ত্র ও অর্থ দাবী করে অবৈধ সুবিধা আদায়ে বিভিন্ন সময়ে অপপ্রচার ও মানসিক নির্যাতন চলমান রেখেছে এচক্র।
[Copy Post]
কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷