বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে বেগমগঞ্জে ১০ কিলোমিটারব্যাপী তালের আঁটি বপণ
৭ সেপ্টেম্বর ( বুধবার) সকালে বেগমগঞ্জ উপজেলায় রাজগন্জ ও ছয়ানী ইউনিয়নের প্রায় ১০ কিলোমিটারব্যাপী সংযোগ সড়কে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে তালের আঁটি বপন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে এসময়ে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম , ছয়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম এবং সংশ্লিষ্ট ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ সফি উল্যাহ, মোহাম্মদ হোসেনসহ স্থানীয় জনসাধারণ।
প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম বলেন, " গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে দেশব্যাপী কৃষির উন্নয়নে কাজ করে যাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। দেশব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে নোয়াখালী বেগমগঞ্জ উপজেলায় রাজগন্জ ও ছয়ানী ইউনিয়নের সংযোগ ১০ কিলোমিটার সড়কের প্রায় ২,০০০ তালের আঁটি বপনের কাজ করেছে বেগমগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা।
১০ কিলোমিটারব্যাপী তালের আঁটি বপনের সার্বিক তত্বাবধানকারী উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ সফি উল্যাহ বলেন, " বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিকে মানুষের হৃদয়ে ধরে রাখার জন্য আমাদের এ কর্মতৎপরতা। তালগাছ একটি পরিবেশ রক্ষাকারী এবং ফলদ উদ্ভিদ। তালগাছ থেকে ফল, জ্বালানি, রসপ্রাপ্তি সহ ভূমিক্ষয় রোধে কার্যকর ভূমিকা পালন করে।
কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷