গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচনে সম্ভব্য সদস্য প্রার্থী তরুন সমাজ সেবক ও বিশিষ্ট ব্যবসায়ী তহিদুল আমিন মন্ডল সুমন
আগামী ১৭ অক্টোবর সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে গাইবান্ধা জেলা পরিষদের নির্বাচন-২০২২। এ নির্বাচনের তফসিল ঘোষণার পর হতে সম্ভব্য প্রার্থীগণ প্রচার-প্রচারণা জোড়ালো ভাবে চালিয়ে যাচ্ছেন।
গাইবান্ধা জেলা পরিষদের ৪নং পলাশবাড়ী ওয়ার্ডের সাধারণ সদস্য পদে সম্ভব্য প্রার্থী হিসাবে জেলা পরিষদের আওতাভুক্ত পৌরসভা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিগণের সহিত গণসংযোগ ও মতবিনিময় সভা অব্যাহত রেখেছেন তরুন, উদীয়মান সমাজ সেবক ও বিশিষ্ট ব্যবসায়ী তহিদুল আমিন মন্ডল সুমন। মতবিনিময় সভা ও গণসংযোগ কালে সম্মানিত ভোটারদের নিকট তিনি দোয়া ও সমর্থন কামনা করেন।
এসময় তিনি বলেন, নির্বাচিত হলে উপজেলার অবহেলিত সকল শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক, মানবিক, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলোসহ জেলা পরিষদের পরিত্যাক্ত জায়গায় গুলোতে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি সার্বিক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, তরুন সমাজ সেবক ও বিশিষ্ট ব্যবসায়ী তহিদুল আমিন মন্ডল সুমন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মধ্যরামচন্দ্রপুর গ্রামের রুহুল আমিন মন্ডল (সাজু মাষ্টার) এর পুত্র। সে মেসার্স সুমন ট্রেডার্স কোমরপুর বাজারে সুনামের সহিত ব্যবসা পরিচালনা করে আসছেন। তিনি বিবাহিত ও দাম্পত্য জীবনে দুই কন্যা সন্তানের জনক৷ বর্তমান হোসেনপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু ও সাবেক উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর আক্তার শিপনের ছোট ভাই।
কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷