রাশেদ খান মেননে হত্যা চেষ্টার ৩০ বছর বিচারের দাবীতে গোবিন্দগঞ্জে বিক্ষোভ সমাবেশ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন হত্যা চেষ্টার ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে সন্ত্রাসীদের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৭ আগষ্ট বুধবার বিকেল ০৪টা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির গোবিন্দগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে শহীদ মিনারে চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাম্প্রদায়িক মৌলবাদ, জঙ্গিবাদ, ষড়যন্ত্রসহ সকল প্রকার সন্ত্রাস রুখে দাও, অসম্প্রদায়িক গণতান্ত্রিক অভিযাত্রা অব্যাহত রাখেন’ এই শোলগানকে সামনে রেখে কমরেড রাশেদ খান মেনন হত্যাচেষ্টার ৩০ বছর পূর্তিতে সন্ত্রাস বিরোধী দিবসের উপলক্ষে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি এম এ মতিন মোল্লা বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পার্টির পলিটব্যুরোর সদস্য জাতীয় কৃষক সমিতি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড আমিনুল ইসলাম গোলাপ। বক্তব্য রাখেন উপজেলা পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লুৎফর রহমান, জাতীয় কৃষক সমিতি উপজেলা সভাপতি রবিউল আউয়াল বিএসসি, কমরেড মমতাজ আলী প্রধান,সেচ পাম্প মালিক সমিতির সভাপতি কমরেড আবুল কাসেম। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা জেএসডি সভাপতি আইয়ুব হোসেন সরকার, বাসদ সভাপতি কমরেড রফিকুল ইসলাম রফিক, কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক জননেতা আল মামুন মোবারক প্রমূখ। সমাবেশ পরিচালনা করেন উপজেলা যুব মৈত্রী সভাপতি কমরেড আশরাফুল ইসলাম। সন্ত্রাস জঙ্গীবাদ মৌলবাদ ও সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ ,সার, জ্বালানি তেল, চাল ডাল তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানোর আহ্বান জানান। গোবিন্দগঞ্জ উপজেলা গৃহহীন ও ভূমিহীন মুক্ত এ তথ্য সঠিক নয়,খাস জমি ভূমিহীনদের বন্টন সহ গৃহহীনদের আরও ঘরের বন্দোবস্তো করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
এসময় বক্তারা বলেন, পুরো আগষ্ট মাসই একটা আতঙ্কের মাস। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে ঘাতকের দল। ’৯২ সালে প্রগতিশীল, সমাজ পরিবর্তনের লড়াকু সৈনিক রাশেদ খান মেননকে হত্যার চেষ্টা করা হয়। ১৯৯২ সালের আজকের এইদিনে ওয়ার্কার্স পার্টির তোপখানা কার্যালয়ের সামনে রাশেদ খান মেননকে হত্যার জন্য সন্ত্রাসীরা গুলি করে। ৩০ বছর হয়ে গেলেও সন্ত্রাসীরা এখনও বিচারের আওতায় আসেনি। আমরা ওই সকল সন্ত্রাসীদের বিচারের দাবী করছি। এছাড়া দ্রব্য মূল্যের উর্দ্ধগতির কারনে মানুষ অসহায় হয়ে পরছে বলে বক্তারা বলেন।
কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷