Breaking News

গোবিন্দগঞ্জে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সেলাই মেশিন বিতরণ

 গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় হতে স্থানীয় সংসদ সদস্য সুপারিশে পাঁচটি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বুধবার (১৭ আগস্ট) বিকালে উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কার্যালয়ে সেলাই মেশিন বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ৩২, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। এসময় তিনি পাঁচ সুবিধাভোগীদের হাতে সিঙ্গার কোম্পানির সেলাই মেশিন তুলে দেন।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ৩২.০০.০০০০.০২১.৩০.০১২.২২.১৯৫; ২৬/৫/২০২২ পত্রানুযায়ী গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের এমপি'র নিকট হতে প্রাপ্ত তালিকার ভিত্তিতে সিঙ্গার কোম্পানির সেলাই মেশিনগুলো বিতরণ করা হয়। তলিকায় সুবিধাভোগীরা হলেন- দিঘির হাটের মোজাম্মেলের স্ত্রী মোছা. মোস্তাকী জান্নাতি, ধুতুরাবাড়ী গ্রামের মোকসেদ আলীর স্ত্রী মোছা. জোসনায়ারা, খড়িয়া গুমানীগঞ্জের মো. আব্দুল খালেকের স্ত্রী খাতিজা বেগম, বোয়ালিয়া গ্রামের মো. ইছেহাক আলী স্ত্রী মোছা. শেফা আীল, চক গোবিন্দ গ্রামের আবু তারেকের স্ত্রী মোছা. হোসনে আরা প্রমুখ।

উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাকিলা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারাজানা ইয়াসমিন, রাজিয়া সুলতানা সুমি, মেহের আলী, এমপি'র পিএস খায়রুল আলম, যুবলীগ নেতা নুরন্নবী সরকার নান্নু, রত্না জাহান বন্যা প্রমুখ।





কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷