অনুমতি ছাড়া বুলেটিন প্রচার করলে ব্যবস্থা নেয়া হবে: তথ্যমন্ত্রী
অনুমতি ছাড়াই বেশ কয়েকটি জাতীয় পত্রিকা বুলেটিন এবং ইউটিউব চ্যানেল করে সংবাদ প্রচার করছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, অনুমতি ছাড়াই বেশ কয়েকটি জাতীয় পত্রিকা বুলেটিন এবং ইউটিউব চ্যানেল করে সংবাদ প্রচার করছে। এদের বিরুদ্ধে খুব দ্রুত ব্যবস্থা নেয়া হবে। পে চ্যানেল হতে হলে ক্যাবল নেটওয়ার্কিং সিস্টেম ডিজিটাল করতে হবে। দেড় থেকে দুই মাসের মধ্যে টিআরপি নির্ধারণের নতুন পদ্ধতির কাজ শুরু হবে বলেও জানান মন্ত্রী।
বৈঠকে অ্যাটকোর সিনিয়র সহ সভাপতি ও ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী বলেন, আইপিটিভি ও ইউটিউবের মাধ্যমে সংবাদ প্রচার হওয়ায় চ্যানেলগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে করে টেলিভিশন শিল্পের উপর আঘাত আসার শংকা বা অসম প্রতিযোগিতা হচ্ছে। নিউজ পোর্টাল ও অনলাইন পোর্টালের বিষয়ে একটি নীতিমালা বা আইন তৈরি করে দেয়ার আহ্বান জানান ইকবাল সোবহান চৌধুরী।
কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷