শুভ জন্মদিন কণ্ঠশিল্পী সালমা
সালমা বাংলাদেশী টেলিভিশন চ্যানেল এনটিভিতে প্রচারিত সঙ্গীত বিষয়ক প্রতিযোগিতা ক্লোজআপ - তোমাকেই খুঁজছে বাংলাদেশ-এর দ্বিতীয় সিরিজের বিজয়ী। সালমা আক্তার প্রতিযোগীদের ম্যধে ছিল সবচেয়ে কনিষ্ঠ।
ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার একজন বিচারক আহমেদ ইমতিয়াজ বুলবুল তাকে নিয়ে বলেন সে ছিল আসলেই একজন প্রাকৃতিক গায়িকা। আমি সব সময় তার কন্ঠে বাংলাদেশের গন্ধ পাই। আমি কিছুতেই অবাক হইনি তার প্রথম পুরস্কার পাওয়ার পর।
সালমা ছিল একজন সাধারণ পরিবারের সাধারণ মেয়ে। সে কুষ্টিয়ার একটি ছোট্ট গ্রামে বেড়ে উঠে। সাধারণভাবে সে ফকির লালন শাহের গান গাইতে পছন্দ করে। তার গান নিয়ে আনুষ্ঠানিক কোনো শিক্ষা ছিল না। সালমা লালন শাহকে তার অনুপ্রেরণা হিসেবে নিয়েছিল।
২০১৮ সালের ৩১ ডিসেম্বর হালুয়াঘাটের ছেলে ঢাকা জজ কোর্টের আইনজীবী সানাউল্লাহ নূর সাগরকে বিয়ে করেন সালমা। নূর সম্প্রতি ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেছেন।
আজ এই সংগীতশিল্পী জন্মদিনে পত্রিকা একাত্তর এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইলো।
কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷