গাইবান্ধা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে রবিবার কালেক্টরেট সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিভিল সার্জন জানান, গত ১৫ জানুয়ারী পর্যন্ত গাইবান্ধা জেলায় ১২ লাখ ৭৩ হাজার ৮৯০ জনকে করোনা প্রতিরক্ষামূলক ভ্যাকসিন প্রদান করা হয়েছে। এরমধ্যে ১ লাখ ৫১ হাজার স্কুল-কলেজের শিক্ষার্থী রয়েছে। গত ২৪ ঘন্টায় জেলায় ১১ জন নতুন করে করোনায় সনাক্ত হয়েছে। জেলার মোট ৪৫% মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা হয়েছে। করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের ১১ দফা বাস্তবায়নে জেলা প্রশাসন ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে।
জেলা প্রশাসক মো. অলিউর রহমান জেলা পর্যায়ের সকল প্রধানদের উদ্দেশ্যে বলেন, সেবার মনোভাব নিয়ে সমন্বিত উদ্যোগে একযোগে কাজ করতে হবে। গত ১৩ বছরে যে উন্নয়নমূলক কাজ হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী ৪১ সালকে সামনে রেখে ব্যাপক উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। তবেই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়ন হবে।
কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷