Breaking News

কান্না করার পর ক্ষমা চাইলেন চিত্রনায়ক রিয়াজ

 আসন্ন  বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের আমেজ চলছে এফডিসিতে।

এফডিসিতে শিল্পী সমিতির ভোটাধিকার হারানো ভোটার সংখ্যা ১৮৪ জন। মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচনী প্রচারণার সময় সহ-সভাপতি পদপ্রার্থী রিয়াজ আহমেদ এসময় ভোটাধিকার হারানো এক বৃদ্ধ শিল্পীকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন। বিষয়টি ‘মায়া কান্না’ বলে মন্তব্য করেছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।



তাদের সদস্যপদ বাতিলের বিষয়টি জেনে আমি আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। সেই আবেগকে নিয়ে যারা ট্রল করেছেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা, ভালোবাসা। আপনারা এভাবেই ট্রল করতে থাকেন। তাতে আমাদের কিছু যাবে-আসবে না। কারণ আমি জানি আমি কী, আমার সৃষ্টিকর্তা জানেন আমি কী শিল্পীরা জানেন আমরা কী।

এ বিষয়ে মঙ্গলবার সাংবাদিকদের রিয়াজ বলেন, কোনো কিছু অন্যভাবে নেওয়ার আগে, কিছু বলার আগে ভাবা উচিৎ, আমরাও মানুষ। আমাদের ও হাসি-কান্না আছে। আমরা চেষ্টা করি আবেগকে দমিয়ে রাখতে। কিন্তু অনেক সময় দীর্ঘদিনের দমিয়ে রাখা আবেগের বহিঃপ্রকাশ হয়ে যেতেই পারে। একজন বৃদ্ধ শিল্পীকে জড়িয়ে ধরে কেঁদে আমি যদি ভুল করে থাকি আপনারা আমাকে ক্ষমা করবেন

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷