Breaking News

বেকার থেকে ব্যাংকার তবে স্বপ্ন বহুদূর

 ২০১৭ সালে যখন অনার্স ফাইনাল ইয়ারে তখন ৩৮ তম বিসিএস প্রিলি প্রস্তুতির মধ্য দিয়ে চাকুরির পড়াশোনা শুরু। ২০১৭ ডিসেম্বরে ৩৮ তম প্রিলিই প্রথম পরীক্ষা আমার। ২০১৮ ফেব্রুয়ারীতে প্রিলি পাসের পর শুরু ৩৮ রিটেন যাত্রা। তখন মাস্টার্স সবে শুরু, পাবলিক ভার্সিটির ছাত্র বিধায় এটেনডেনসের ভয়ে ক্লাসগুলো করতাম যেন ননকলেজিয়াট না হই মার্কস গুলো পাই, আর ক্লাসে বসেই রিটেন পরতাম । মাস্টার্স ফাইনাল পরীক্ষা শেষ হয়েছিল রিটেনের ১২দিন আগে, যার প্রভাব পরল ৩৮ রিটেনে, যাই হোক রিটেন শেষ করলাম। ২০১৮ সাল ছিল ব্যাংক নিয়োগের উত্তম সময় কিন্তু বিসিএস রিটেনে লেগে থাকায় ব্যাংকে ভালো করতে পারলাম না। কিছু দিন পর যখন পুলিশের এস আই পরীক্ষায় ভাইভা থেকে ফেল। হতাশা বেড়ে গেল কিছুটা। পরবর্তীতে ব্যাংক প্রস্তুতি নিয়ে ২০১৯ সমন্বিত সকল ব্যাংকের মোট ৩ টা ভাইভা দিলাম । 

ইতোমধ্যে ২০১৯ জুলাই ৩৮ ভাইভার ডাক পেলাম আর ৪০ রিটেনের। কিছুটা স্বস্তি পেলাম। ২০১৯ আগস্টে ১ম চাকুরী পেলাম পূবালী ব্যাংকে। অনেক সাহস পেলাম এবার। কিন্তু সেপ্টেম্বরে ৩৮ ভাইভা এবং ৪০ এর রিটেনের কথা ভেবে ১ম চাকুরী পূবালীতে জয়েন করলাম না। পরিবারের চাপকে উপেক্ষা করলাম বিসিএস স্বপ্নকে ধারন করে আর ৩ টা ব্যাংক ভাইভার ফলাফলের আশায়। কিন্তু পরবর্তী ৩ মাসে ৩ টা ব্যাংকের কোনটায় নাম আসল না। ডুবে গেলাম হতাশার সাগরে। ঘুরে দাড়ানোর চেষ্টা করলাম ৪০ রিটেনকে আকড়ে ধরে। ২০২০ জানুয়ারি ৪০ রিটেন দিলাম, যা আমার সকল চাকুরির মধ্যে ভালো হয়েছে এবং আমি অনেক আশাবাদী ৪০ কে নিয়ে।



৪০ রিটেন দিয়ে মনে হল পূবালী জয়েন না করা ছিল আমার সবচেয়ে ভালো সিদ্ধান্ত। কিন্তু পরবর্তীতে করোনাকালীন সময়ে মনে হয়েছে পূবালী জয়েন করা উচিত ছিল। আর শেষ ধাক্কা খেলাম ৩৮ রেজাল্ট এ। আসল ননক্যাডার। ভাবলাম চাকুরী কি পাব না?

অবশেষে সকল হতাশার পর গত বুধবার রেজাল্ট শিটে খুঁজে পেলাম নিজের রোল। অফিসার, কর্মসংস্থান ব্যাংক। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, তাই লেগে থাকুন, পরিশ্রম করুন। যদি এস,আই হত অথবা পূবালীতে জয়েন করতাম তবে ৩৮ ননক্যাডার আর ৪০ রিটেন ভালো না ও হতে পারত, তাই লেগে থাকুন, ধৈর্য ধরুন। সুসময় আসবেই । সফলতার ১ম ধাপে পা রাখলাম তবে লক্ষ্য বহুদূর, ৩ বছর রয়েছে চাকুরির বয়স তাই চেষ্টা করব লক্ষ্যে পৌঁছাতে, সবাই দোয়া করবেন ৷ ভালো থাকবেন।

-Sajib Ahmed


কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷