বিরলের হালজায় বুধবাড়ী হাট ও বাসন্তী পূজা মন্ডপ সংলগ্ন স্থানে গৃহনির্মাণ কাজ স্থানান্তর
উপজেলার ১০নং রাণীপুকুর ইউপি'র হালজায় বুধবাড়ী হাট ও শ্রী শ্রী হালজায় বাসন্তী পূজা মন্ডপ সংলগ্ন স্থানে গৃহনির্মাণ কাজ স্থানান্তরের মৌখিক দাবির প্রেক্ষিতে প্রস্তাবিত স্থান সরেজমিন পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জাবের মোঃ সোয়াইব।
তিনি মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের অধীন ভূমিহীন ও গৃহহীনদের গৃহনির্মাণের জন্য ১৭০নং জেএলভূক্ত হালজায় মৌজার ০১ খতিয়ানের ১৮০৩ ও ২৬৬নং দাগে ৩০ শতাংশ জমিতে প্রস্তাবিত গৃহনির্মাণ কাজ স্থগিত করে ইউপি চেয়ারম্যান ফারুক আজমসহ ০৫ সদস্যের একটি কমিটি গঠনের মাধ্যমে অন্যত্র জমি নির্ধারণের ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেন।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (অতিঃ দায়িত্ব) জিয়াউর রহমান, সার্ভেয়ার অলক কুমার প্রাং, উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব সুবল রায়, ইউপি সদস্য মাঘুরাম সরকার, সাংবাদিক আতিউর রহমান, পূজা মন্ডপ কমিটির সভাপতি নিমাই চন্দ্র রায়, সাধারণ সম্পাদক ক্ষিতিশ চন্দ্র সরকার, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কলেন চন্দ্র রায় প্রমূখ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷