সাপমারা ও নাকাই ইউনিয়নে নৌকার প্রার্থীসহ জামানত হারাচ্ছেন- ৯জন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে সাপমারা ও নাকাই ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত ২ জনসহ ০৯ জন চেয়ারম্যান প্রার্থী জামানত হারাচ্ছেন। নির্বাচনের নিয়ম অনুযায়ী, মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পাওয়ায় তাঁদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা বি এস ব্রজেন্দ্রনাথ বলেন, ইউপি নির্বাচনের চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলের সময় প্রত্যেক প্রার্থীকে সরকারি কোষাগারে পাঁচ হাজার টাকা করে জামানত দিতে হয়। সেই জামানতের টাকা ফেরত পেতে ওই ইউনিয়নের ভোটকেন্দ্রগুলোতে মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ পেতে হয়। যেসব প্রার্থী এই পরিমাণ ভোট পাবেন না, তাঁদের জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে।
গত রবিবার(২৬-ডিসেম্বর) অনুষ্ঠিত নির্বাচনের ফল বিশ্লেষণে দেখা গেছে, উপজেলার ৫নং সাপমারা ইউনিয়নে সবচেয়ে বেশি পাঁচজন প্রার্থী জামানত হারিয়েছেন। এখানে ১৩ হাজার ১৬ জন ভোট দেন।এরমধ্যে ৪১০টি ভোট বাতিল হয়। জামানত বাঁচাতে হলে চেয়ারম্যান পদের একেকজন প্রার্থীকে সর্বনিম্ন ১ হাজার ৬২৭টি ভোট পেতে হবে। সেই হিসাবে সাতজন প্রার্থীর মধ্যে পাঁচজনই তাঁদের জামানত হারিয়েছেন। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো.শামীম রেজা মন্টু পেয়েছেন মাত্র ৫৩২টি ভোট । জাতীয় পার্টির আব্দুর রশিদ লাঙ্গল প্রতীকে পেয়েছে ১৩২৯টি,স্বতন্ত্র প্রার্থী এনামুল হক চশমা প্রতীকে পেয়েছে ৭১৫টি, মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শাহ আলম ১১৩৯টি এবং টেলিফোন প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সুমন সরদার ২২টি ভোট পাওয়ায় জামানত হারিয়েছেন।এ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী শাকিল আলম ৪হাজার ৬৬৫ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
অপরদিকে উপজেলার ৮নং নাকাই ইউনিয়নে ১৮ হাজার ৮০৭ জন ভোটার ভোট দিয়েছেন।এরমধ্যে ১০৭১ টি ভোট বাতিল ঘোষণা করা হয়েছে।এ ইউনিয়নে জামানত বাঁচাতে হলে চেয়ারম্যান পদে একেকজন প্রার্থীকে ২ হাজার ৩৫০ ভোট পেতে হবে।সেই হিসাবে ৮জন প্রার্থীর মধ্যে ৪জনই তাদের জামানত হারাচ্ছেন।এ ইউনিয়নে আওয়ামিলীগ মনোনীত মোকছেদুল আমিন নৌকা প্রতীকে পেয়েছেন মাত্র ৫৯৬ ভোট,জাকের পার্টির আব্দুর রশিদ কাজী গোলাপফুল প্রতীকে পেয়েছে মাত্র -৫৪ভোট,স্বতন্ত্র প্রার্থী আলি আজাদ কবির পেয়েছেন অটোরিক্সা প্রতীকে-২৮৩ ভোট,স্বতন্ত্র প্রার্থী মোঃবিপ্লব প্রধান মোটর সাইকেল প্রতীকে ১১০১ ভোট পেয়ে জামানত হারাচ্ছেন।এ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সাজু খন্দকার ৭হাজার ২৮২ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷