গোবিন্দগঞ্জে ডিবি পুলিশের হাতে হিরোইন সহ আটক- ৬
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদক,সন্ত্রাস জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান হিসেবে ইং ২৫/৮/২০২০ তাং রাত ২০.২০ ঘটিকায় এসআই/এম এটি এম জুলফিকার হায়দার নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা,গাইবান্ধার একটি টিম গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ বাজারের পশ্চিমে মাদক কারবারি ১। সাইফুল ইসলাম বাদশা (৩৬), পিতা-মৃত নুরুল ইসলাম সুনির্মল দেব,২। মোঃ জাহেদুল নবী(৩৪) পিতা-মৃত আলী ৩। মোঃ সাহিন ইসলাম(৩৫), পিতা- মোঃ আঃ সামাদ ৪। মোঃসিরাজুল ইসলাম(৩৪), পিতা-মৃত তছলিম ৫। মোঃ শফিকুল ইসলাম হ৪৫), পিতা- কাজেম হোসেন ৬। মোঃ মঞ্জুরুল
ইসলাম মঞ্জু (৩৪ )পিং মৃত মহসিন সকলের থানা- গোবিন্দগঞ্জ জেলা- গাইবান্ধাদেরকে মাদক কেনাবেচার সময় ২৭ পুড়িয়া হিরোইন সহ আটক করে।গোবিন্দগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ।

কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷