
গাইবান্ধার সাঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে গত শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী ও ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে পালন করা হয়। কর্মসূচীর মধ্যে জাতীয় পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ, র্যালী, পুষ্পমাল্য অর্পন, আলোচনা সভা, চেক বিতরণ, প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। এ উপলক্ষে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তুহিন হোসেন, সাঘাটা থানা অফিসার ইনচার্জ বেলাল হোসেন, যুদ্ধকালীন কমান্ডার সামছুল আলম, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপন, আফজাল হোসেন প্রমুখ। আলোচনা শেষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ১'শ ৩০ জন প্রশিক্ষিত যুব ও যুবনারীদের মাঝে ৪০ লক্ষ ৫০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।
কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷