গোবিন্দগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে রোপা আমনের চারা ও মাসকালাইয়ের সার বীজ বিতরণ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত খরিফ-২/২০২-২১ মৌসুমে বন্যায় ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে কমিউনিটি বীজতলা, ভাসমান বেড ও ট্রি পদ্ধতিতে উৎপাদিত রোপা আমন ধানের চারা এবং মাস কালাই ফসলের সার ও বীজ বিতরণ করা হয়েছে।
আজ ১ লা সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মণের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, পৌরসভার মেয়র আতাউর রহমান সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজু। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা খালেদুর রহমান। এ ছাড়াও বক্তব্য রাখেন প্রান্তিক কৃষক নাজমুল হোসেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মুরতোবা আলী মানিক।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খালেদুর রহমান তার স্বাগত বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় কৃষি অধিদপ্তর এবারের চলতি মৌসুমে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে ১ হাজার কমিউনিটি বীজতলার চারা, ট্রি পদ্ধতিতে কৃষি বিভাগ থেকে ১৬ জন কৃষককে চারা লাগিয়ে দেওয়া, ৩ জন কৃষককে ভাসমান বেড দেওয়া, এবং ১৪০ জন চাষীকে মাস কালাই ফসলের প্রত্যেককে ৫ কেজি বীজ, ডিএফপি সার ১০ কেজি ও এমওপিআর সার ৫ কেজি করে বিতরণের কথা উল্লেখ করেন।

কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷