Breaking News

কুষ্টিয়ায় গড়াই নদীতে গোসল করতে যেয়ে সেলিম নামের একজন নিখোঁজ

Image may contain: 9 people, people standing and crowd, text that says 'GEAR'কুষ্টিয়ায় গড়াই নদীতে গোসল করতে যেয়ে সেলিম নামের এক ব্যক্তি নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে ডুবুরী দলের সদস্যরা নদীতে তল্লাসী চালিয়ে তাকে উদ্ধার করতে পারিনি। দিন শেষে উদ্ধার কাজ শেষ করে আবার আগামী কাল উদ্ধার চালানোর ঘোষণা দিয়েছেন। নিখোঁজ সেলিম কুষ্টিয়ার ছেঁউড়িয়া মন্ডল পাড়ার মৃত শহিদুল ইসলামের বড় ছেলে এবং তরিকত ফেডারেশন বিটিএফ কুমার খালী উপজেলার সভাপতি জনাব সাজেদুল ইসলাম ডালিমের বড় ভাই।
সেলিম আজ সকাল ১০.১১ টার দিকে নদীতে গোসল করতে যায়। এবং সেখানেই সে নিখোঁজ হোন। তাতক্ষনিক ভাবে F S C D খবর দিলে কিছুক্ষনের মধ্যে তারা ঘটনা স্থলে পৌঁছান। এবং তখন থেকে সন্ধ্যা ৭.২০ পর্যন্ত উদ্ধার কাজ পরিচালনা করেন।
খুলনার থেকে ডুবুরী দল আসেন বিকেল ৫ টাই
উদ্ধার কাজে নেত্রীত্ব দেন কুষ্টিয়ার ফায়ার সার্ভিসের ইন চার্জ মো: আবু জাফর।
তিনি বলেন নদীতে আবার কাল সকাল থেকে উদ্ধার কাজ পরিচালনা শুরু করবেন তারা ।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷