Breaking News

গোবিন্দগঞ্জে বাবা ও ছেলের ব্যাটারি চালিত অটো ভ্যান চুরি|| উপার্জনের সম্বল হারিয়ে দিশেহারা অসহায় পরিবার||

Image may contain: 2 people, people standing and outdoorগাইবান্ধার গোবিন্দগঞ্জের নাকাই ইউনিয়নের বাবা ও ছেলের ব্যাটারি চালিত অটো ভ্যান চুরি হয়েছে।জীবন জীবীকার উপার্জনের সহায় সম্বল হারিয়ে ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার (২৭আগষ্ট) দিনগত রাত আনুমানিক ২ঘটিকার সময় নাকাই ইউনিয়নের নাকাই গ্রামের সাদা ও তার ছেলে শামিম মিয়ার ব্যাটারি চালিত দুইটি ভ্যান বাড়ির দরজার তালা ভেঙ্গে দুবৃর্ত্ত চোরের চুরি করে নিয়ে পালিয়ে যায়। ক্ষতিগ্রস্থ সাদা মিয়ার ১০জনের সংসারে উপর্জনের সম্বল অটো দুটি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে।
গাইবান্ধা জেলা পরিষদ সদস্য আব্দুল হান্নান আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান,এ বিষয়ে প্রশাসনকে অবহিত করা হয়েছে।যাতে দরিদ্র অসহায় পরিবারটির এ বিষয়ে প্রশাসন পদক্ষেপ গ্রহন করে।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷