গাইবান্ধায় র্যাব -১৩ এর অভিযানে ইয়াবা উদ্ধার গ্রেফতার- ১
গাইবান্ধা জেলায় পৃথক দুটি অভিযানে শহরের কালিবাড়িপাড়া থেকে ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী শামিম মিয়া র্যাবের হাতে গ্রেফতার ও জেলার সাদুল্যাপুর উপজেলার খোদ্দকোমরপুর ইউনিয়নের জানিপুর গ্রামের ইয়াবা ব্যবসায়ী আঃ মান্নান আকন্দের বসত ঘর থেকে ২১৫ পিস ইয়াবা উদ্ধার করে। এসময় মান্নান পালিয়ে যায়।এ ইয়াবাকারীকে গ্রেফতারে
র্যাব - ১৩ গাইবান্ধা ক্যাম্প এর অভিযান চলমান রয়েছে। ধারাবাহিক ভাবে চলমান মাদক বিরোধী অভিযানে র্যাব - ১৩ গাইবান্ধা ক্যাম্প এর একটি আভিযানিক দল গােপন সংবাদের ভিত্তিতে গতকাল ১৮ এপ্রিল সকালে গাইবান্ধা শহরের কালিবাড়িপাড়ায় অভিযান পরিচালনা করে দীর্ঘ দিনের কুখ্যাত পেশাদার ইয়াবা ব্যবসায়ী এবং মাদক চক্রের সক্রিয় সদস্য ১। শামিম মিয়া( ৩২) কে ১৫ পিচ ইয়াবা ও ২টি মোবাইল ফোন সহ আটক করে।
গ্রেফতারকৃত ১। শামিম মিয়া( ৩২) গাইবান্ধা পৌরসভাস্থ কালীবাড়ী পাড়ার শাহিদুজ্জামান মিয়া ওরঠে শাহিদ মিয়ার ছেলে। এ ঘটনায় গ্রেফতারকৃত মাদক কারবারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়ায় চলমান মাদক বিরোধী কার্যক্রমের ধারাবাহিকতায় র্যাব - ১৩ গাইবান্ধা ক্যাম্প এর একটি আভিযানিক দল গােপন সংবাদের ভিত্তিতে একইদিন সন্ধ্যার আগে গাইবান্ধা জেলার সাদুল্যাপুর থানাধীন জানিপুর গ্রামে দীর্ঘ দিনের কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী ও মাদক চক্রের মূল হোতা আব্দুল মান্নান আকন্দ(৪০) কে মাদকসহ গ্রেফতারের জন্য তার বাড়িতে বিশেষ অভিযান পরিচালানা করা হয়। কিন্তু সুচতুর আঃ মান্নান আকন্দ খালি গায়ে তার ঘর থেকে বেরিয়ে বাড়ির গোপন দরজা দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। তার মালিকানাধীন ও ব্যবহৃত দখলভুক্ত বসত ঘর যথানিয়মে তল্লাশি করে তার ব্যবহৃত গায়ের শার্টের বুক পকেট থেকে ২১৫ পিস ইয়াবা এবং ইয়াবা বিক্রির নগত ৭০৫০/- টাকা উদ্ধার করা হয়।পলাতক ইয়াবা ব্যবসায়ী আঃ মান্নান আকন্দ সাদুল্যাপুর উপজেলার জানিপুর গ্রামে পিতামৃত কলিমুদ্দিনের ছেলে। সে ইতিপূর্বে মাদক সহ গ্রেফতার হয়ে জেলে যায় এবং কিছু দিন পরে জামিন নিয়ে আবারো মাদক ব্যবসা চালাতে থাকে। তার বিরুদ্ধে থাকা মামলা গুলো কোর্টে বিচারাধীন রয়েছে। তাকে
গ্রেফতারের জন্য চলমান রয়েছে । এ ঘটনায় তার বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। এখবর এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত র্যাব - ১৩ গাইবান্ধা ক্যাম্প এর কোম্পানি অধিনায়ক এ এসপি হাবিবুর রহমান।

কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷