Breaking News

পলাশবাড়ী সাদুল্যাপুরে যত্রতত্র বৈশাখী মেলার নামে চলছে জুয়া

ওয়াজ মাহফিল করতে যদি অনুমতি লাগে যত্রতত্র মেলা লাগানোর কোন অনুমতি লাগে না। গাইবান্ধা জেলার পলাশবাড়ী সাদুল্যাপুর উপজেলায় মেলার নামে চলছে জুয়ারুদের মিলন মেলা। রাত ১০ টা ১১ টা পর্যন্ত এসব এলাকায় জুয়া খেলা চলছে। পলাশবাড়ী ও সাদুল্যাপুর উপজেলায় প্রতিদিন এখানে নয় তো ওখানে যত্রতত্র চলছে মেলা বৈশাখ মাসে প্রতি মঙ্গলবার করে সাদুল্যাপুর উপজেলার ধারাই মেলায় রাত অবধি জুয়া চলে।এ জুয়াকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে মারামারি ও থানায় মামলা হওয়ার উপক্রম।
পলাশবাড়ী উপজেলার থানা অফিসার ইনচার্জ ব্যাপকভাবে জুয়া বিরোধী হওয়ার পরে এসব জুয়া বন্ধ করা যাচ্ছে না। উপজেলার হোসেনপুর ইউনিয়নের চাপারজান স্কুলের পাশে গত দুইদিন ধরে প্রতিদিন বিকাল হতে সন্ধ্যা পর্যন্ত জুয়া খেলা চলছে। এদিকে গতকাল মেলা উপলক্ষে মহাদীপুর ইউনিয়নের ভোটেরঘর এলাকায জুয়া খেলা চলে।
এ দুটি উপজেলায় একটি বিশেষ চক্র থানা পুলিশ ম্যানেজ করার ভূয়া আওয়াজ তুলে খেলা পরিচালনা করছে বলে জানা যায়,আবার পুলিশের অভিযানের খবর পেলেই জুয়ার সরঞ্জাম সরিয়ে নিয়ে যায়।

এসব জুয়া বন্ধে স্থানীয় জনপ্রতিনিধি সহ সকল কে এগিয়ে আসা প্রয়োজন।
Image may contain: one or more people, sky, grass, tree, outdoor and nature

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷