Breaking News

রংপুর বিভাগের গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলা পরিচিতি

বাংলাদেশের রংপুর বিভাগের গাইবান্ধা জেলার একটি উপজেলা।

সাঘাটা উপজেলার উত্তরে ফুলছড়ি উপজেলা, দক্ষিণে বগুড়ার সোনাতলা উপজেলা, পূর্বে যমুনা নদী দ্বারা জামালপুরের সাথে বিভক্ত ও পশ্চিমে গোবিন্দগঞ্জ উপজেলা।
প্রশাসনিক এলাকাঃ
ইউনিয়ন : ১০টি - পদুমশহর, ভরতখালী, সাঘাটা, মুক্তিনগর, কচুয়া, ঘুড়িদহ, হলদিয়া, জুমারবাড়ী, কামালেরপাড়া এবং বোনারপাড়।
ইতিহাসঃ
কথিত আছে যে, এক সময়ে নদী পথে ব্যবসা করার জন্য পাবনা ও দৌলতপুর এলাকার কিছু হিন্দু সাহা অত্র এলাকায় আগমন করেন ও স্থায়ীভাবে ব্যবসা শুরু করেন। সেই সময়ে অত্র এলাকা গোবিন্দগঞ্জ থানার অধীন ছিল। পরবর্তীতে আনুমানিক ১৯০২ সালে বসবাসরত ব্যবসায়ী সাহাগণের উদ্যোগে অত্র এলাকায় থানার সৃষ্টি হয়। সাহাগণের নামানুসারে অত্র থানার নামকরণ হয় সাহাঘাটা। যাহা কালক্রমে সাঘাটা নামে পরিচিতি লাভ করে।
জনসংখ্যার উপাত্তঃ
২০১১ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত আদমশুমারীর প্রাথমিক হিসাব অনুযায়ী মোট জনসংখ্যা ২৩২১১৮ জন । জনগোষ্ঠির প্রধান ধর্মবিশ্বাস ইসলাম (৮৯ শতাংশ) ; এর পরেই রয়েছে হিন্দু ধর্ম (৯ শতাংশ)। বাকি ১ শতাংশ মানুষ বৌদ্ধ, খ্রিস্টান, অথবা অগ্নিউপাসক। মুসলমানদের মধ্যে অধিকাংশ সুন্নি মতাবলম্বী।
শিক্ষাঃ
এখনে ৩৩ টি সরকারী শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ১ টি সরকারী কলেজ রয়েছে। উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলো হল কাজী আজহার আলী মডেল উচ্চ বিদ্যালয়, সাঘাটা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ , সাঘাটা ডিগ্রি কলেজ ।
অর্থনীতিঃ
সাঘাটা উপজেলা মূলত কৃষি নির্ভর অর্থনীতির উপর নির্ভরশীল। এখানকার অধিকাংশ লোকই কৃষি কাজে যুক্ত। এখানকার প্রধান কৃষিজ ফসলের মধ্যে রয়েছে ধান ও পাট। এখানে আউশ, আমন, বোরো এবং ইরি ধান উৎপন্ন হয়ে থাকে।
উল্লেখযোগ্য ব্যক্তিত্বঃ
ফজলে রাব্বী মিয়া - ডেপুটি স্পিকার
আখতারুজ্জামান ইলিয়াস - কথাসাহিত্যিক।
যোগাযোগ ব্যবস্থাঃ
সাঘাটা উপজেলায় সড়ক, রেল ও নদী পথে যোগাযোগ ব্যবস্থা রয়েছে। দুটি রেলস্টেশন রয়েছে; বোনারপাড়া রেলওয়ে স্টেশন ও ভরত খালী (বন্ধ)
এক নজরে সাঘাটা উপজেলার বিস্তারিত নিম্নেঃ
০১. জেলার নামঃ
গাইবান্ধা
০২. উপজেলার নামঃ
সাঘাটা
০৩. উপজেলার সীমানাঃ
পূর্বে-ইসলামপুর উপজেলা, পশ্চিমে-গোবিন্দগঞ্জ উপজেলা, উত্তরে-গাইবান্ধা সদর উপজেলা, দক্ষিণে-সোনাতলা উপজেলা।
০৪. উপজেলার আয়তনঃ
২৩০.৬১ বর্গ কি.মি.
০৫. উপজেলার লোকসংখ্যা
২,৭১,০৪৫ জন (২০১১ সালের আদমশুমারি অনুযায়ী )
ক) পুরুষ ১,২৯,৯৩৪ জন
খ) মহিলা ১,৪১,১১১ জন
০৬. পুলিশ ষ্টেশন ০১টি
০৭. পুলিশ ফাড়ি ০১টি
০৮. হাসপাতালের সংখ্যা ০১টি
০৯. উপ স্বাস্থ্য কেন্দ্র ০৩টি
১০. কমিউনিটি ক্লিনিক ৩১টি
১১. টেলিফোন এক্সচেঞ্জ ০১টি
১২. ইউনিয়নের সংখ্যা ১০টি
১৩. ইউনিয়ন পরিষদ কমপ্রেক্স ০৩টি
১৪. মৌজার সংখ্যা ১১৮টি
১৫. মোট পরিবারের সংখ্যা ৬৮৮৩২টি
১৬. দরিদ্রসীমার নীচে বসবাসকারী ২০৬৪৪টি পরিবার
১৭. ইউনিয়ন ভূমি অফিস ০৭টি
১৮. কলেজ ১০টি
১৯. মাধ্যমিক বিদ্যালয় ৪৩টি
২০. নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ০৬টি
২১. সিনিয়র মাদ্রাসা ০২টি
২২. দাখিল মাদ্রাসা ১৮টি
২৩. সরকারি প্রাথমিক বিদ্যালয় ৮৫টি
২৪. রেজি: বেসরকারী প্রা: বি: ৭০টি
২৫. কমিউনিটি প্রা: বি: ১৫টি
২৬. এবতেদায়ী মাদ্রাসা ২৪টি
২৭. শিক্ষার হার ৩৪.৩১%
২৮. রেলষ্টেশন ০২টি
২৯. রাস্তা:
পাকা ১২৮ কি:মি:
কাচা ৪০২ কি:মি:
৩০. ব্রীজ কালভার্ট ৩৩৫টি
৩১. মসজিদ সংখ্যা ৪৪২টি
৩২. ঈদগাহ মাঠ ২৯টি
৩৩. মন্দির সংখ্যা ৬২টি
৩৪. হাট-বাজার ১৬টি
৩৫. ভূমি খাস জমির পরিমাণ ৩২৪.২১ একর
৩৬. পরিত্যাক্ত জমি ১১.৮১ একর
৩৭. প্রধান নদীঃ পুরাতন ব্রহ্মপুত্র, কাটাখালী, আলাই।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷