Breaking News

মহিমাগঞ্জ ইউনিয়নে ভোট কারচুপির অভিযোগে বিক্ষোভ মিছিল ও ভোট বাতিলের আবেদন

 গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ১৬ নং মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ উঠেছে। ভোটের ফলাফল বাতিল করে পুনরায় ভোট গ্রহণের আবেদন জানিয়ে রিটার্নিং কর্মকর্তা বরাবর অভিযোগ জমা দিয়েছেন আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ গোলাম কাদির মিঠু।

২৭শে ডিসেম্বর ২০২১ইং সোমবার রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগে তিনি মহিমাগঞ্জ ইউনিয়নের ২ নং ওয়ার্ডে সিংজানী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটের ফলাফল বাতিল করে পুনরায় ভোট গ্রহণের দাবী জানান।
অভিযোগে তিনি উল্লেখ করেন আমার এজেন্ট দের জোর পূর্বক বের করে দিয়ে ৫০০ ব্যালট ছিনতাই করে চশমা মার্কায় সিল দেয়া হয়। প্রিজাইডিং অফিসার কে অবগত করা হলেও তিনি কোন পদক্ষেপ নেননি। গণনা শেষে দেখা যায় চেয়ারম্যান প্রার্থীদের বৈধ ও অবৈধ ভোটের পরিমান ২৮৬৪ এবং সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যর বৈধ ও অবৈধ ভোটের পরিমান ২৩৬৩।
এতে করে প্রতীয়মান হয় যে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে সদস্য প্রার্থীর চেয়ে ভোট সংখ্যা অনেক বেশি হওয়ায় চেয়ারম্যান প্রার্থী গোলাম কাদীর মিঠু আনারস প্রতীক রিটার্নিং অফিসার বরাবরে উক্ত কেন্দ্রের ভোট বাতিল করার জন্য আবেদন করেছেন। আবেদন শেষে উপজেলা পরিষদ চত্তরে বিক্ষোভ মিছিলে অংশ গ্রহন করেন নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী মুন্সী রেজওয়ানুর রহমান, মোটর সাইকেল চেয়ারম্যান প্রার্থী রুবেল আমিন শিমুল ও সদস্য প্রার্থী গণসহ শত শত ভোটার সমর্থক।


কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷