গোবিন্দগঞ্জে মা-ছেলে একই পদে প্রতিদ্বন্দ্বিতা করে কে কত ভোট পেলেন?
চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ১৭ নং শালমারা ইউনিয়নে একই পদে মা -ছেলে প্রতিদ্বন্দ্বীতা করেছেন।
জানা গেছে,শালমারা ইউনিয়নের বাসিন্দা আছাব উদ্দিনের ছেলে ইমরান হোসেন মিলন ঘোড়া প্রতীক নিয়ে এবং তার মা মোছা. মিহিলিকা বেগম টেলিফোন প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অত্র ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
এ নির্বাচনে ছেলে ইমরান হোসেন ১হাজার ৫৯৯টি ভোট পেয়েছেন।তিনি বিজয়ী প্রার্থী হতে ২হাজার ৬৮২ ভোট কম পাওয়ায় চেয়ারম্যান নির্বাচিত হতে পারেন নি।তার মা মিহিলিকা বেগম টেলিফোন প্রতীকে পেয়েছেন মাত্র ১৭ ভোট।
এ বিষয়ে জানতে চাইলে ইমরান হোসেন বলেন প্রার্থীতায় জটিলতার করণে আমরা মা-ছেলে দুজনই মনোনয়ন দাখিল করেছিলাম।পরবর্তীতে সময় সংকীর্ণতায় মায়ের মনোনয়ন প্রত্যাহার করা হয়নি।
কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷