Breaking News

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তির তথ্য ২০২০-২১ র্শিক্ষাবর্ষ

  জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তির তথ্য ২০২০-২১ র্শিক্ষাবর্ষ

► কলেজ নির্বাচন করার পূর্বে যেসব বিষয় মাথায় রাখতে হবে এবং আবেদনের যোগ্যতা সম্পর্কে কিছু ধারনা দেওয়া হল নিম্নরূপ

► আবেদনের তারিখঃ- ২৮ জুলাই বিকাল ৪টা থেকে ১৪ আগস্ট ২০২১ রাত ১২ টা পর্যন্ত।
২০২০-২১ সেশনে ভর্তির জন্য আবেদনের যোগ্যতাঃ
এসএসসি পাশের সনঃ ২০১৭এবং ২০১৮।
এইচএসসি পাসের সনঃ ২০১৯ এবং ২০২০।
মানবিক শাখার জন্যঃ
এসএসসিঃ ২.৫০
এইচএসসিঃ ২.৫০
সাইন্স এবং কমার্সঃ
এসএসসিঃ ৩.০০
এইচএসসিঃ ২.৫০
উল্লেখিত পাসের সন এবং জিপিএ না থাকলে আবেদন করতে পারবে না।
► শিক্ষার্থী প্রথমে ১টি মাত্র কলেজে আবেদন করতে পারবে।
#বিঃদ্রঃ প্রথম অবস্থায় চান্স না পেলে পরবর্তীতে ৫টি কলেজে আবেদন করতে পারবে।এর পর ১০টি কলেজে আবেদন করতে পারবে হতাশ হওয়ার কিছুই নেই।
► কলেজ নির্বাচন করার পূর্বে যেসব বিষয় মাথায় রাখতে হবেঃ
১.এসএসসি+এইচএসসি দুটো মিলে কেমন পয়েন্ট আছে।
২.এমন কলেজ চয়েজ তালিকায় রাখতে হবে যেন প্রথম অবস্থাতেই চান্স হয়ে যায়।
৩.বিষয় চয়েজ করার সময় পছন্দের বিষয় গুলো প্রথম তালিকায় রেখে বাকী গুলা দিতে হবে।
► যাদের মোট পয়েন্ট ৬ এর কম আছে তারা ভালো কলেজে আবেদন না করাই উত্তম ।
অথবা ডিগ্রী তে ভালো কলেজে ভর্তি হয়ে যেতে পারো।
► যাদের মোট পয়েন্ট ৬-৭ এর মধ্যে তারা অনেক ভালো কলেজ+ভালো বিষয় দিয়ে চয়েজ করলে চান্স হবে না।
এজন্য একটু নরমাল কলেজে ট্রাই করা যেতে পারে। হোক সেটা বেসরকারি কলেজ। কেননা সরকারি কলেজে চান্স পাওয়ার সম্ভাবনা মাত্র ৪০%।
► আবার যাদের মোট পয়েন্ট ৭.৫০ থেকে ৮.০০ আছে- তারা মোটামুটি ভালো কলেজ চয়েস করতে পারেো।তাদের চান্স পাওয়ার সম্ভাবনা ৮০% থাকে।
► যাদের মোট পয়েন্ট ৮-১০ আছে তাঁরা একদম ভালো কলেজে ভালো বিষয় চেয়জ করে আবেদন করতে পারো।
► আবেদন করতে দেড়ি করলে পরে নিজেকেই প্রস্তাতে হবে। একই কলেজে আবেদন কারীদের মধ্যে যাদের ফলাফল ভালো তারাই প্রথম সুযোগ পাবেন।
► উল্লেখ্য যে ইংরেজি/গণিত বিষয় পেতে চাইলে অবশ্যই যেন মোট ৯ পয়েন্ট থাকে।
বিজ্ঞান বিভাগের বিষয়গুলো পেতে চাইলে মোট পয়েন্ট থাকতে হবে ৮.৫০-১০।


কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷