সরকার ঘোষিত ঈদ পরবর্তী ধাপের লকডাউনের পঞ্চম দিনে গোবিন্দগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান,৮ জনকে অর্থদণ্ড
করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সরকার ঘোষিত ঈদ পরবর্তী ধাপের ১৪দিনের কঠোর লকডাউনের পঞ্চম দিন মঙ্গলবার গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালিত হয়।
বিধি-নিষেধ বাস্তবায়নে পৌর শহর ও উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজির হোসেন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তাদের সহায়তা করেন ক্যাপ্টেন নমিতা ইসলাম মিতুর নেতৃত্বে সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ৩২ ফিল্ড রেজিমেন্টের আর্টিলারীর সদস্যরা এবং গোবিন্দগঞ্জ থানা পুলিশের এস আই সজীব
এ সময় মাস্ক না পড়া সহ আরোপিত বিধি-নিষেধ ভঙ্গের দায়ে আজও ৮ জনকে অর্থদণ্ড প্রদান করা হয়।
কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷