Breaking News

পলাশবাড়ীতে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত

 পলাশবাড়ী উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে রবিবার গাইবান্ধার পলাশবাড়ীতে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

কর্মসূচীর মাঝে ছিল আলোচনা সভা ও প্রশিক্ষিত যুবদের মাঝে যুবঋণ বিতরণ। প্রথম পর্বের আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ভার:) ও সহকারী কমিশনার (ভূমি) মেরিনা আফরোজ। প্রশিক্ষিত যুবদের কর্মসংস্থান সৃষ্টি ও তাদের সাবলম্বী করার উপর গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর প্রশাসক ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান। আরো বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, রফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু জাফর আহম্মেদ লঙ্কর, সহকারী যুব কর্মকর্তা হামিদুল ইসলাম, এনামুল হক স্বপন, ফজলুল করিম, আলমগীর মন্ডল সেলিম ও মুন্না মিয়া প্রমুখ।


আলোচনা সভা শেষে প্রকল্পধারী মৎস্যচাষী, গাভী পালনকারী ও কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত যুবক যথাক্রমে জয়নাল আবেদিন, মোস্তফা কামাল ও আমিনুল ইসলামকে ৫০ হাজার টাকা করে যুব ঋণের চেক বিতরণ করা হয়।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷