Breaking News

অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপির মহানুভবতায় একটি রীট মামলায় ৩৩ লাখ ৪২ হাজার টাকা অর্থ সহায়তা পেলেন, রাসেল

 অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপির মহানুভবতায় একটি রীট মামলায় ৩৩ লাখ ৪২ হাজার টাকা অর্থ সহায়তা পেলেন, গ্রীন লাইন পরিবহনের বাস চাপায় পা হারানো পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের পার্বতীপুর গ্রামের অসহায় রাসেল।



পা হারানো রাসেল বলেন, ব্যক্তিগত মানসিক অবস্থান থেকে কখনোই চিন্তা করেনি জীবদ্দশায় এমন একটি দূর্ঘটনা তার জীবনে ঘটবে।

স্ত্রী-সন্তান,মা-বাবা ও ভাই-বোনকে নিয়ে সাংসারিক জীবন তার ভালই কাটছিল। কখনোই ভাবেননি তাঁকে চির পঙ্গুত্ববরণ করতে হবে।

দূর্বিষহ জীবনের এমন একটি সংকটকাল মুহুর্তে অ্যাড, উম্মে কুলসুম ম্মৃতি এমপি তাঁর প্রতি এমন মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিবেন কিংবা নিঃস্বার্থভাবে অর্থ সহায়তা প্রদান করবেন তা তার জানার বাইরে ছিল।

পঙ্গুত্ব বরণ করা রাসেল যখন দুঃশ্চিতায় দিশাহারা ঠিক সেই সময় অসংখ্য ব্যস্ততার মাঝেও একজন নিরুপায় ব্যক্তি,একটি অসহায় পরিবারের বিরাজমান দুঃখ-দুর্দ্দশার সার্বিক চিত্র দেখে বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, গাইবান্ধা -৩ ( পলাশবাড়ী- সাদুল্লাপুর) আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলছুম ম্মৃতি নিশ্চুপ থাকতে পারেননি।

তিনি কিছুটা হলেও রাসেলের দুঃখ লাঘবে কোন সহায়তা করা যায় কি-না ? এমন একটি কল্যাণকর চিন্তাভাবনা মাথায় নিয়েই রাসেলের পক্ষে কোর্টে যুক্তি- তর্কে অবতির্ণ হয়ে সাকসেস ফুল হন।

অসহায় রাসেল ব্যক্তিগতভাবে ক্ষতিপূরণ আদায় করতে রীট মামলা দায়েরসহ অন্যান্য পদক্ষেপের ভাবনা কিংবা এসব সম্পর্কে পূর্ব অভিজ্ঞতা বলতে কখনোই কোনকিছু তার মাথায় ছিলনা।

সর্বোপরি উপরোক্ত সব পদক্ষেপ গ্রহন করা সম্ভব হলেও মামলা পরিচালনার ক্ষেত্রে উকিল-মুক্তারসহ যাবতীয় ব্যয় নির্বাহ করার মত আর্থিক কোন সঙ্গতি রাসেলের কখনোই ছিলনা।

অঙ্গহানির অসহনীয় জ্বালা বুকে ধারন করে স্বাভাবিক শারীরিক সুস্থতার পাশাপাশি আইন-আদালতসহ আর্থিক ক্ষতিপূরণ চেয়ে গ্রীন লাইন পরিবহনের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহনে রীট মামলা দায়ের করার কোন ভাবনা রাসেলের কখনোই ছিলো না।

কিন্তু রাসেলের কথা ভেবে পলাশবাড়ী উপজেলার গর্বিত সন্তান শীর্ষ জনপ্রতিনিধি মানবিক বিবেক বোধ সম্পন্ন একজন জন দরদী জনমানুষ। গাইবান্ধা-৩( পলাশবাড়ী- সাদুল্লাপুর) আসনের আপামর জনসাধারণের আস্থাভাজন জাতীয় সাংসদ সদস্য অ্যাড,উম্মে কুলসুম স্মৃতি। তিনি সার্বিক উন্নয়নে পিছিয়ে পড়া চির অবহেলিত গাইবান্ধার দু'টি পৃথক উপজেলার ভৌগলিক আয়তনের বৃহৎ আসনটির তিনি একজন জনপ্রিয় শীর্ষ জনপ্রতিনিধি।

বহুমুখী উন্নয়নের রুপকার জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ-এর ঘনিষ্ট সহযোগি আস্থাভাজন নেতৃত্ব বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক বাংলাদেশ আ'লীগ মনোনীত সংরক্ষিত মহিলা আসনের সাবেক সাংসদ বর্তমানে কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারন সম্পাদক অ্যাড, উম্মে কুলসুমস্মৃতি এমপি বিপুল ভোটে এ আসনে নির্বাচিত একজন সংসদ সদস্য। তিনি জাতীয় সংসদের সংসদীয় কৃষি বিষয়ক স্থায়ী কমিটির অন্যতম একজন সদস্য।

বিশ্বজুড়ে ছাড়িয়ে পড়া ভয়াবহ করোনাভাইরাস কালীন নানামুখী পদক্ষেপের অংশ হিসেবে এলাকার সর্বস্তরের গরীব-দুঃখী ছাড়াও সম্ভাব্য চিহৃিত অসহায়দের তালিকা প্রণনয়ন,বিরতিহীন খাদ্য ও ত্রাণ সামগ্রী সহায়তা প্রদান,সার্বজনিন জনস্বার্থে এলাকার বহুমুখী অগ্রাধিকার উন্নয়নে পরিকল্পনা,বিরাজমান সমস্যা ও সম্ভাবনা,বাস্তবায়ন,দলীয় ও প্রশাসনিক নানা সভা-সমিতি,বৈঠক-মিটিং,জন কল্যানার্থে জন সাক্ষাত,খরা-বন্যাসহ প্রাকৃতির বিরূপ বৈরিতা-দুর্যোগ,জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন,এলাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি,বিভিন্ন অবকাঠামোর ভিত্তিপ্রস্তর-উদ্বোধন,বিবিধ অনুষ্ঠানে যোগদান ছাড়াও দেশজুড়ে জেলা-উপজেলা এলাকা সমূহে রাজনৈতিক নেতৃত্বের গতিশীলতার ধারাবাহিকতায় নিয়মিত ও জরুরি লাগাতার সফর,ব্যক্তিগত-পারিবারিক,পেশাগত, সামাজিক,সাংস্কৃতিক ছাড়াও সর্বোপরি আইন পেশায় ব্যস্ততার আবর্তে সময় নষ্ট করার মত কোন সময় যদিও তাঁর হাতে নেই।

তবুও রাসেলের দুঃখে ব্যথিত হয়ে অবশেষে তার পক্ষে রীট মামলাটি দায়ের এবং আইনজীবি হিসেবে আদালতে তিনিই যুক্তিতর্কে লিপ্ত হন। গ্রীন লাইন পরিবহন কর্তৃপক্ষ রাসেলকে আর্থিক ক্ষতিপূরণ সহায়তা দানে নিরুৎসাহিত ভূমিকায় অবতীর্ণ হন।সেইসাথে আইনের ফাঁকফোকরের পথধরে চরম উদাসিনতাসহ শুভঙ্করের আশ্রয় গ্রহন করেন।এক্ষেত্রে অ্যাড, স্মৃতি এমপি একজন নাছোড় আইনজীবী হয়ে আদালতে সোচ্চার ও জোরালো ভূমিকা রাখায় গ্রীন লাইন পরিবহন কর্তৃপক্ষের সব বাধাবিপত্তি খন্ডন শেষে আদালতের বিজ্ঞ বিচারকের এক আদেশে রাসেলকে উপরোক্ত অংকের ক্ষতিপূরণ পরিশোধের রায় প্রদান করেন।

ভূক্তভোগি রাসেল পারিবারিকভাবে কৃষকলীগ কেন্দ্রীয় রাজনৈতিক অঙ্গনের প্রথম সারির রাজনীতিক,একজন শীর্ষ জনপ্রতিনিধি,পেশাগতভাবে ব্যস্ততম একজন অভিজ্ঞ আইনজীবি এড.স্মৃতি এমপি'র প্রতি চিরকৃতজ্ঞ বলে জানায় রাসেল।এমন একটি সময় সম্পূর্ণ বিনা পারশ্রমিকে বিচারাধীন আলোচিত রীট মামলার একমাত্র আইনজীবীর পক্ষ অবলম্বন করায় আজীবন চির কৃতজ্ঞ থাকবেন বলে রাসেল তার প্রতিক্রিয়ায় জানান।


কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷