Breaking News

পলাশবাড়ীতে সড়ক দূর্ঘটনায় অজ্ঞাতনামা মোটরসাইকেল চালক নিহত

 গাইবান্ধার পলাশবাড়ীতে অজ্ঞাত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল চালকের মার্মান্তিক মৃত্যু হয়েছে। ৪ অক্টোবর রবিবার সকালে ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ীর বিটিসি নামক এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

ঘটনাস্থল সূত্রে জানা যায়, রংপুরগামী একটি ট্রাক ঢাকা-রংপুর মহাসড়কের বিটিসি এলাকায় আসলে মোটরসাইকেল চালককে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল চালক অজ্ঞাত ওই যুবক ছিটকে ট্রাকের চাকার নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। তবে একটি সূত্র থেকে জানা গেছে, নিহত যুবকের বাড়ী ঠাকুরগাঁ জেলায়। ছেলেটি বস্তা ও চটের ব্যবসা করে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম সড়ক দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে যুবকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। নিহত যুবকের আনুমানিক বয়স ২৫ থেকে ২৭ হবে। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে তিনি জানান।।



কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷