গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের বিভিন্ন এলাকার বানভাসি পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান
দিন যতই যাচ্ছে, বন্যার পানি ততই বাড়ছে, তাই বন্যায় যাতে একটি মানুষও না খেয়ে না থাকে এর জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সু-যোগ্য কন্য ৪ বারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গাইবান্ধার গোবিন্দগঞ্জে 6নং দরবস্ত ইউনিয়নের বিভিন্ন এলাকার বানভাসি পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা নিয়ে অসহায় এসব মানুষের পাশে দাঁড়িয়েছেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক সংসদ সদস্য জননেতা আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
আজ ৩রা অক্টোবর বিকেলে গোবিন্দগঞ্জ এর 6নং দরবস্ত ইউনিয়নের
বানভাসি পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা করেন। বিতরণে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি মোস্তাফিজার রহমান নজমু, গোবিন্দগঞ্জ উপজেলা
ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোঃ বাবুল, ইউনিয়ন যুবলীগ নেতা ওলিউল মন্ডল,
দরবস্ত ইউনিয়ন
ছাত্রলীগের
সাবেক আহ্বায়ক আব্দুস সালাম, প্রভাষক এ বি এম রাগিবুল হাসান রাসেল, ছাত্রলীগের দরবস্ত ইউনিয়ন শাখার
আহ্বায়ক পদপ্রার্থী মাহবুব রশিদ মামুন সহ উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ।
বন্যার্ত মানুষের উদ্দেশ্যে সাবেক সংসদ সদস্য জননেতা আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা অনুযায়ী, বন্য চলাকালীন সময়ে বন্যা কবলিত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, বন্যায় আতংঙ্কিত হওয়ার কিছু নেই, সরকার প্রধানের পাশাপাশি আওয়ামী লীগের কর্মি হিসেবে আমরা আগেও আপনাদের পাশে ছিলাম, এখনো আছি, আগামীতেও থাকবো ইনশাআল্লাহ।




কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷