অন্তত একটি অ্যালবাম করতে চাই
ছোটপর্দার জনপ্রিয় মডেল-অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। মাঝে সিনেমার শ্যুটিং নিয়ে ব্যস্ত থাকলেও এখন আবার টিভি নাটকে মন দিয়েছেন।
নতুন কাজ...
ঈদের পর অনিয়মিত হলেও শ্যুটিং করছি। এর মধ্যে বেশ কিছু খন্ড নাটকের কাজ করেছি। প্রচার চলতি ধারাবাহিকগুলোর কাজও করতে হচ্ছে। সম্প্রতি মীর সাব্বিরের বিপরীতে দুটি খ- নাটক করেছি। একটির নাম ‘সিঙ্গেল মাদার’, অন্যটি ‘লাভ লাইফ’। শিল্পী একই হলেও নাটক দুটির গল্প একেবারেই দুই রকম। একটিতে আমি একজন কর্মজীবী নারী, সমাজে একজন নারীর এককভাবে সন্তান মানুষ করার স্ট্রাগল দেখানো হয়েছে। অন্যটির গল্প রোমান্টিক কমেডি ধাঁচের। এই ধরনের নাটক আবার দর্শক বেশি পছন্দ করে। ফারহানের সঙ্গে আরেকটি খন্ড নাটক করেছি, নাম ‘সূত্রাপুরের কিং’। এটি কিছুটা সিনেমাটিক ধাঁচের কাজ। তরুণ প্রজন্মের পছন্দ হবে। এ ছাড়া আরটিভির জন্য নির্মিত নতুন ধারাবাহিক ‘শান্তি মলম ১০ টাকা’য় কাজ করছি। হিমু আকরাম পরিচালিত এ নাটকে আমার চরিত্রের নাম কোহিনূর। চরিত্রটি করতে বেশ ভালো লাগছে। এটি গ্রামের একটি সাদাসিদে নারীর চরিত্র। ‘পরাধীন’ নামের আরও একটি ধারাবাহিকে অভিনয় করছি। সৈয়দ শাকিলের পরিচালনায় ‘আনন্দ ভ্রমণ’ নামের আরেকটি নাটকে কাজ করেছি।
গানের অ্যালবাম...
ছোটবেলা থেকেই গানের সঙ্গে যুক্ত ছিলাম। রবীন্দ্রসংগীতের ওপর ছায়ানট থেকে ডিপ্লোমাও করেছি। অভিনয় নিয়ে ব্যস্ত থাকার কারণে এখন আর আগের মতো গানে সময় দিতে পারি না। কিন্তু গান গাইতে ও শুনতে আমি সব সময়ই উপভোগ করি। গানের প্রতি আমার সব সময়ই আলাদা একটা ঝোঁক ছিল এবং এখনো আছে। এখনো অবসর সময়ে একা একা গুন গুন করে গান গাই। সামনে গান নিয়ে কিছু করতে চাই। আমার একটা স্বপ্ন রয়েছে। জীবনে অন্তত একটি অ্যালবাম করতে চাই। এই স্বপ্নটা পূরণ করতে চাই।
বিজ্ঞাপন ও ওয়েব সিরিজ...
নাটকের ফাঁকে ফাঁকে টিভিসিতে কাজ করছি। এখন ভালো ভালো গল্পের ওয়েব সিরিজ হচ্ছে। সম্প্রতি একটি ওয়েব সিরিজের কাজ শেষ করেছি। নিজের ইউটিউব চ্যানেলের জন্য এটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ। এখানে আমি খুবই ঝগড়াটে একটি মেয়ের চরিত্রে রূপদান করেছি। এর নাম এখনো ঠিক হয়নি।
প্রথম চলচ্চিত্র...
শাহনেওয়াজ কাকলীর ‘ফ্রম বাংলাদেশ’ শিরোনামের চলচ্চিত্রে আমাকে প্রথমবারের মতো দেখা যাবে। গেল বছরের ১০ অক্টোবর থেকে শ্যুটিং শুরু করি। মুক্তিযুদ্ধের সময়কার প্রেক্ষাপট নিয়ে এ ছবির গল্প। এতে আরও অভিনয় করেছেন শক্তিমান অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। করোনার কারণে সিনেমাটির মুক্তি পিছিয়ে গেছে। ভালো গল্প পেলে চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করতে চাই।
ধারাবাহিকের জনপ্রিয়তা...
আমাদের এখন টেলিভিশন চ্যানেলের সংখ্যা অনেক বেশি। প্রতিটি চ্যানেলে প্রতিদিন একাধিক ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে। যার কারণে কখন কোন চ্যানেলে কোনটি যাচ্ছে দর্শক তা সঠিকভাবে জানে না। আমি মনে করি, ভালো গল্পের নাটক নির্মাণ হচ্ছে। কিন্তু দর্শকের কাছে সেগুলো সঠিকভাবে পৌঁছানো যাচ্ছে না বলে এমন নেতিবচাক কথা শুনতে হচ্ছে।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷