
সর্বকালের সর্ব শ্রেষ্ঠ সন্তান মহান স্বাধীনতা যুদ্ধের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী ও শোক সভা বাংলাদেশ আওয়ামী লীগ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শাখার আয়োজনে আজ ১৫ আগষ্ঠ বিকেলে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি প্রধান আতাউর রহমান বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, ঢাকা থেকে মোবা্ইল ফোনে প্রধান অতিথি স্থানীয় সাংসদ প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আতাউর রহমান সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ভিপি সৈয়দ শরিফুল ইসলাম রতন, আনোয়ারুল ইসলাম বিরু, কামরুল হাসান ফাইয়ান, সাংগঠনিক সম্পাদক আ.র.ম শরিফুল ইসলাম জর্জ, আবু সুফিয়ান মন্ডল, দপ্তর সম্পাদক অধ্যাপক ফিরোজ খান নুন, সাংসদের সমন্বয়ক কৃষিবিদ আব্দুল্লাহ আল হাসান চৌধুরী লিটন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি তাহেদুল ইসলাম রকেট,সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ঠান্ডু, উপজেলা আওয়ামী কৃষক লীগের সভাপতি মোস্তাফিজার রহমান মুকু, সাধারণ সম্পাদক খন্দকার জাহাঙ্গীর আলম, উপজেলা বাস্তহারা লীগের সভাপতি সোহরাব হোসেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক রাজু সরকার, শাকিব খান লেবু, ফরহাদ আলী প্রমূখ।অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মিয়া আসাদুজ্জামান হিরু। শোক সভার আগে একটি শোক র্যালী পৌর সভার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।
কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷