Breaking News

গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

Image may contain: 2 people, crowd and outdoorগাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় মিজানুর রহমান (৩২) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত মিজানুর রহমান গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের বড় সোহাগী গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শিরা জানান, শনিবার বেলা ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি সিমেন্ট বোঝাই ট্রাক গোবিন্দগঞ্জ পৌর শহরের রাজমতি সুপার মার্কেটের সামনে রাস্তা পার হওয়ার সময় বাইসাইকেল আরোহী মিজানুর রহমনাকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়।

পুলিশ জানায়, ঘাতক ট্রাকটিকে আটক ও নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়ছে। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷