Breaking News

ঢাকাসহ জনবহুল এলাকায় যুদ্ধবিমান উড্ডয়ন নিষেধে রিট দায়ের

ঢাকা, ২২ জুলাই ২০২৫: ঢাকাসহ দেশের জনবহুল ও ঘনবসতিপূর্ণ এলাকায় যুদ্ধবিমান ও সামরিক উড়োজাহাজের অনুশীলনমূলক উড্ডয়ন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করা হয়েছে।

সোমবার (২১ জুলাই) জনস্বার্থে এই রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ তিতুমীর হোসেন। তিনি রিটে উল্লেখ করেন, যুদ্ধবিমান বা উচ্চ শব্দ সৃষ্টিকারী উড়োজাহাজগুলো জনবসতিপূর্ণ এলাকায় উড্ডয়ন করলে তীব্র শব্দ ও কম্পনের কারণে শিশু, বৃদ্ধ ও অসুস্থ মানুষদের স্বাস্থ্যে গুরুতর প্রভাব পড়ে। পাশাপাশি এই ধরনের উড্ডয়ন মানুষকে আতঙ্কিত করে এবং মাঝে মাঝে দুর্ঘটনারও আশঙ্কা থাকে।

রিটে আরও উল্লেখ করা হয়, সাম্প্রতিক মাইলস্টোন কলেজের ছাদে সামরিক বিমান অনুশীলন ঘিরে ঘটে যাওয়া একটি ঘটনা (যেখানে বিমান ভেঙে পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল বলে অভিযোগ) জনমনে ভয় তৈরি করেছে।

এই প্রেক্ষিতে রিটে জনবহুল এলাকায় যুদ্ধবিমান ও সামরিক উড়োজাহাজের অনুশীলন বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দিতে আদালতের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ আগামী কয়েক কার্যদিবসের মধ্যে রিটটির শুনানির জন্য দিন নির্ধারণ করবেন বলে জানা গেছে।

সংক্ষিপ্ত চাওয়া:

  • জনবহুল এলাকায় যুদ্ধবিমান উড্ডয়নের ওপর নিষেধাজ্ঞা

  • নিরাপদ দূরবর্তী অঞ্চলে অনুশীলনের ব্যবস্থা

  • দুর্ঘটনা প্রতিরোধে সুস্পষ্ট নীতিমালা

এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর বা বিমানবাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷