Breaking News

শতাধিক যাত্রী নিয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ,

 কুষ্টিয়ার কুমারখালীতে রাজধানী পরিবহন ও অনিক সুপার ডিলাক্স নামের দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ সোমবার বিকেলে কুষ্টিয়া-রাজবাড়ি সড়কের কুমারখালী গড়াই সেতুর ওপর দুর্ঘটনা ঘটে। এঘটনায় বাস দুইটির সামনের অংশ ভেঙে ধুমরে মুচরে ভেঙে যায়। তবে হতাহতের কোনো খবর এখনও যায়নি।

অপরদিকে সংঘর্ষের ঘটনায় সড়কে প্রায় পাঁচ কিলোমিটার যানযটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন চলাচলকারীরা। মলিন হয়ে পড়েছে ঈদের আনন্দ। বাস দুটিকে উদ্ধার ও যানযট নিরোসনে কাজ করছে হাইওয়ে ও কুমারখালী থানা পুলিশ।


পুলিশ ও উপস্থিত জনতা সুত্রে জানা গেছে, রাজধানী পরিবহন ঢাকা থেকে কুষ্টিয়া এবং অনিক সুপার ডিলাক্স কুষ্টিয়া থেকে রাজবাড়ির দিকে প্রায় শতাধিক যাত্রী নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে আজ সোমবার বিকেলে পৌণে ৫ টার কুষ্টিয়া - রাজবাড়ি সড়কের কুমারখালী গড়াই সেতুর ওপর বাস দুইটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের সামনের অংশ ধুমরে মুচরে ভেঙে যায়। সড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানযট। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিকেলে সাড়ে ৫ টার দিকে সরেজমিন গিয়ে দেখা যায়, গড়াই সেতুর পশ্চিম দিকে প্রায় লাইনীপাড়া পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এবং পূর্বদিকে আলাউদ্দিন নগর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার দীর্ঘ যানযট সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়ছেন শতশত চলাচলকারীরা। মলিন হয়ে পড়েছে ঈদের আনন্দ। যানযট নিরোসন ও ভাঙা বাস উদ্ধারে কাজ করছে হাইওয়ে ও থানা পুলিশ।

কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, 'সেতুর ওপর দুইবাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দীর্ঘ যানযটের সৃষ্টি হয়েছে। যানযট নিরোসনে কাজ করছে পুলিশ।’

কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি ইদ্রিস আলী বলেন, 'হতাহতের খবর নেই। তবে যানযট সৃষ্টি হয়েছে। চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে।'


কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷