Breaking News

চট্টগ্রামে বাস-অটোরিকশার সংঘর্ষে শিক্ষকের মৃত্যু

 চট্টগ্রামের বাঁশখালীতে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।


সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আনোয়ারা-বাঁশখালী পিএবি প্রধান সড়কের সরল ইউনিয়নের পাইরাং এলাকার দেলা মিয়া মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মোরশেদুল হক (৫৫) তিনি দারুচ্ছালাম আর্দশ সিনিয়র আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ।

আহতেরা হলেন, শেখেরখীল ৮ নম্বর ওয়ার্ডের মো. মোজাম্মেল (৩০) এবং একই উপজেলার কালীপুর ইউনিয়নের অলক দেবনাথ (২০)।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ সকাল সাড়ে ১০টার দিকে পাইরাং দেলা মিয়ার দোকান এলাকায় চট্টগ্রামগামী যাত্রীবাহী বাসের সঙ্গে উপজেলামুখী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোরশেদুল হক নিহত হন।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. অমিত দাশ বলেন, সড়ক দুর্ঘটনায় আহত তিন জনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে এক জন মারা গেছেন। এক জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি এক জন চিকিৎসাধীন।

বাঁশখালী থানার ওসি মো. কামাল উদ্দিন বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা জব্দ করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে


কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷