Breaking News

এটাই একজন শিক্ষকের সব‌চে‌য়ে বড় প্রা‌প্তি । একজন শিক্ষকের স্থান রাষ্ট্রপতিরও উর্ধ্বে।

 রাষ্ট্রপ‌তি থাকাকালীন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি শঙ্কর দয়াল শর্মা একবার ওমান সফ‌রে গি‌য়ে‌ছি‌লেন। সেদিন এয়ার ইন্ডিয়ার বিমান যখন ওমানে অবতরণ করল তখন ৩ টি সম্পূর্ন ব্যতিক্রমী ঘটনা ঘটেছিল।

তৎকালীন ওমানের সুলতান কাবুস ‌বিন সাঈদ কখনোই কোনো গন্যমান্য ব্যক্তিকে রিসিভ করতে বিমানবন্দরে যেতেন না। অথচ সেদিন সবাইকে চমকে দিয়ে ওমানের রাজা রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে বিমানবন্দরে এলেন।

বিমান যখন রানওয়ে স্পর্শ করল তখন রাষ্ট্রপতি সিঁড়ি দিয়ে অবতরন করলেন না ____ বরং ওমানের রাজা নিজেই সিঁড়ি দিয়ে উঠে গেলেন বিমানে এবং তিনি নিজে রাষ্ট্রপতিকে সিট থেকে স্বাগত জা‌নি‌য়ে সা‌থে ক‌রে নী‌চে নে‌মে অাস‌লেন।

প্লেন থেকে নামার পর শ্রী শর্মা দেখলেন অদূরেই দাঁড়িয়ে আছে একটি সুসজ্জিত গাড়ি। শঙ্কর দয়াল শর্মা এগিয়ে গেলেন গাড়ির দিকে। আর তখনই ওমানের রাজা চালককে ইশারা করলেন অন্য গাড়িতে গিয়ে বসার জন্য _____ কারন তিনি নিজেই গাড়ি চালিয়ে রাষ্ট্রপতিকে নিয়ে যাবেন তাঁর নিজ বাসভবনে।

এইসব দেখার পর কৌতুহলী, বিস্মিত সাংবাদিকরা রাজাকে জিজ্ঞেস করলেন _____ তিনি একই সঙ্গে এতগুলো রা‌ষ্ট্রীয় প্রোটোকল কেন ভাঙলেন? রাজা মৃদু হেসে জবাব দিলেন _____ আমি আজ ভারতের রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে বিমানবন্দরে যাইনি। আমি ভারতবর্ষে পড়াশোনা করেছি। বহু কিছু শিখেছি ওই দেশ থে‌কে। যখন আমি পুনেতে পড়াশোনা করতাম তখন শ্রী শর্মা আমার শিক্ষক ছিলেন। শুধুমাত্র এই কারণেই আমি ওনাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত হয়ে এতগু‌লো প্র‌টোকল ভে‌ঙে‌ছি।

এটাই একজন শিক্ষকের সব‌চে‌য়ে বড় প্রা‌প্তি । একজন শিক্ষকের স্থান রাষ্ট্রপতিরও উর্ধ্বে।

A Teacher awakens the best qualities in a person.

সংগৃহীত পোস্ট।



কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷