Breaking News

কনডেম সেলে নূর হোসেনের মোবাইল ব্যবহার

 নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর কনডেম সেলে বসে মোবাইল ফোনে কথা বলার ঘটনা তদন্তে কমিটি করেছে কারা কর্তৃপক্ষ।


বিষয়টি নিশ্চিত করে শনিবার (০৮ জানুয়ারি) কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেল সুপার আব্দুল জলিল বলেন, তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তিনি বলেন, নূর হোসেনসহ তিনজন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর কনডেম সেলে বন্দি রয়েছেন। কনডেম সেলে নূর হোসেন গোপনে মোবাইল ফোন ব্যবহার করছেন খবর পেয়ে ৫ জানুয়ারি সেখানে তল্লাশি চালানো হয়। এ সময় সেখান থেকে একটি মিনি বাটন মোবাইল উদ্ধার করা হয়।

যেভাবে নির্যাতন করত ফিরোজা, ভয়াবহ বর্ণনা দিলেন চিত্রনায়ক অভি

কারাগারের উপ-তত্ত্বাবধায়ক উম্মে সালমাকে প্রধান করে গঠিত এই কমিটিকে ১১ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আবারও কি বন্ধ হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান?


কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷