গাইবান্ধায় অবৈধ ইটভাটা বন্ধ করলো প্রশাসন
গাইবান্ধায় অবৈধ ও অনুমতিবিহীন নবনির্মিত একটি ইটভাটা বন্ধের নির্দেশ দিয়েছে গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহিদুল ইসলাম। একই সাথে নগদ ৫০ হাজার টাকা জরিমানা আদায় ও আগামী এক সপ্তাহের মধ্যে ভাটা নির্মাণের সব ধরনের নির্মাণ সামগ্রী সরানোর নির্দেশও দেওয়া হয়।
সোমবার (১০ জানুয়ারি) দুপুর ৩টার দিকে সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের খামার বোয়ালী গ্রামে ইটভাটা ব্যবসায়ী আয়ান উদ্দিনের নবনির্মিত একটি ইটভাটায় অভিযান চালিয়ে তিনি এই আদেশ দেন।
এ ব্যাপারে নির্বাহী সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহিদুল ইসলাম এর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।তবে অভিযানের সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিন বলেন, লাইসেন্স বিহীন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ব্যতিত ইটভাটা স্থাপনের কোন সুযোগ নেই। তাছাড়া জনবসতি ও আবাদযোগ্য জমিতে ইটভাটা স্থাপন করা বিধিসম্মত নয়।
তিনি আরও বলেন, এলাকাবসীর অভিযোগের প্রেক্ষিতে ওই ইট ভাটায় অভিযান চালানো হয়। অভিযানে ভাটা স্থাপনের অনুমতি সংক্রান্ত কোনও কাগজ পত্র না থাকায় ভাটার সহকারী ম্যানেজার রাসেল মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ বছরের জেল দেওয়া হয়েছে। এসময় আগামী সাত দিনের মধ্যে ভাটা নির্মাণের সকল সরঞ্জামাদি সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷