Breaking News

প্রথমবার একসঙ্গে ফারিয়া-জোভান

 অভিনয় দিয়ে অনেক আগেই দর্শকের মনে জায়গা করে নিয়েছেন ফারিয়া। ফারিয়া যখন অভিনয়ে দিন দিন ব্যস্ত হয়ে উঠেছেন সেই সময়ে মিডিয়াতে এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেতা জোভানের আগমন। একই অঙ্গনে দিনের পরদিন দু’জনের পথচলা থাকলেও এবারই প্রথম তারা দু’জন একসঙ্গে একটি নাটকে অভিনয় করেছেন।

নাটকের নাম ‘ডেয়ারিং কেয়ারিং’। নাটকটি রচনা করেছেন সোহেল নাহিদ এবং নাটকটি পরিচালনা করেছেন প্রীতি দত্ত। ২০১৬ সালে মা দিবসে এনটিভিতে প্রচারিত ‘জেরিন ও জলের গল্প’ নাটক নির্মাণের মধ্যদিয়ে একজন নির্মাতা হিসেবে প্রীতি দত্তের অভিষেক ঘটে। এরপর বহু নাটক নির্মাণ করেছেন তিনি। ‘ডেয়ারিং কেয়ারিং’ তার ৬৭তম নাটক। তবে প্রীতি দত্তের পরিচালনায় এবারই প্রথম নাটকে অভিনয় করেছেন ফারিয়া। অন্যদিকে এর আগে জোভান প্রীতি দত্তের পরিচালনায় ‘এই রিক্সা যাবেন’, ‘মৌচাক টু মালয়েশিয়া’ এবং ‘বউ চুরি’ নাটকে অভিনয় করেছেন। নাটকে জোভান অভিনয় করেছেন রাইয়ান চরিত্রে এবং ফারিয়া অভিনয় করেছেন রিনা চরিত্রে। নাটকটির গল্প প্রসঙ্গে প্রীতি দত্ত বলেন, ‘রিনা এবং রাইয়ান একে অপরকে ভালবাসে। কিন্তু রিনা একটু বেশিই কেয়ার করে রাইয়ানকে। বেশি কেয়ার করার কারণে রাইয়ান রিনার ওপর একসময় ভীষণ বিরক্ত হয়। যে কারণে রিনা তার এক কাজিনের সঙ্গে ক্লাবে যেতে শুরু করে। এগিয়ে যায় নাটকের গল্প। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘শুরুতেই ধন্যবাদ জানাতে চাই প্রীতি দিদিকে, কারণ নাটকটির গল্পটা চমৎকার। একজন নারী নির্মাতার নির্দেশনায় কাজ করাটা বেশ আরামের। আমাদের ইন্ডাস্ট্রিতে আরও বেশি বেশি নারীদের নির্মাতা হিসেবে কাজ করা উচিত বলে আমি মনে করি। জোভানের সঙ্গে এটা আমার প্রথম কাজ ছিল। জোভান ভীষণ কো-অপারেটিভ। প্রত্যেকটি দৃশ্যে আমাকে খুব সহযোগিতা করেছে। কোন সংলাপটা কীভাবে ডেলিভারি দিলে ভাল হয়, সেই বিষয়েও সহযোগিতা করেছে। সবমিলিয়ে ডেয়ারিং কেয়ারিং কাজটা অনেক ভাল হয়েছে। আশা করছি ভাল লাগবে দর্শকের।’ জোভান বলেন, ‘অভিনয়ে ফারিয়া আমার সিনিয়র। তার সঙ্গে এবারই আমার প্রথম কাজ করা। নাটকের গল্পটা এই সময়ের গল্প।

সবকিছু মিলিয়ে ঠিকঠাক মতো একটি ভাল কাজ হয়েছে। আশা করছি ভাল লাগবে দর্শকের।’


কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷