কুষ্টিয়ার কৃতি সন্তান সালাউদ্দিন লাভলু’র জন্মদিন আজ
কুষ্টিয়ার কৃতি সন্তান প্রখ্যাত টিভি ও চলচ্চিত্র পরিচালক সালাউদ্দিন লাভলু’র আজ জন্মদিন। ১৯৬২ সালের আজকের এই দিনে কুষ্টিয়ার জুগিয়ায় জন্মগ্রহন করেন।
১৯৭৯ সালে আরণ্যক নাট্যদলে যোগদানের মাধ্যমে ঢাকার নাট্ট আঙ্গনে পদচারনা শুরু হয়। পরে টেলিভিশন চিত্রগ্রাহক হিসেবে নিজের দক্ষতার স্বাক্ষর রাখেন। বিটিভি অভিনয় করার পাশাপাশি ১৯৯৭ সালে টিভি নাটক পরিচালনা শুরু করেন। তার পরিচালিত ও অভিনীত বেশ কিছু জনপ্রিয় নাটকের মধ্যে দ্বীচক্রযান, গহরগাছি, একজন আয়নাল লস্কর, ঘর, রঙের মানুষ, গরু চোর, ঢোলের বাদ্য, পাত্রী চাই, আলতা সুন্দরী, ব্যস্ত ডাক্তার ইত্যাদি উল্লেখযোগ্য। লাভলু মেরিল প্রথম আলো পুরস্কারসহ অসংখ্য পুরস্কার লাভ করেছেন।
মোল্লা বাড়ীর বউ, লাল সবুজ, ডাক্তার বাড়ী একদিন চলচ্চিত্র পরিচালনা করেন। শ্রেষ্ট পরিচালক হিসেবে ২০০৫ লাক্স চ্যানেল আই পারফর্মেন্স এওয়ার্ড লাভ করেন।
বর্তমান লাভলু কুষ্টিয়াতে ব্যস্ত সময় অতিবাহিত করছেন নতুন টিভি সিরিয়াল ‘প্রিয় দিন প্রিয় রাত’ নির্মান নিয়ে। তাঁর জন্মদিনে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা।
কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷