আমি নির্বাচিত হলে আমার মরহুম বাবার মত সর্বদা আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো - স্বতন্ত্র মেয়রপ্রার্থী গোলাম সরোয়ার প্রধান বিপ্লব
আসন্ন ১০ ডিসেম্বর গাইবান্ধার নবগঠিত পলাশবাড়ী পৌরসভা নির্বাচনে মানুষের ভোটাধিকার হরণকারীদের বয়কট করার আহবান জানিয়েছেন স্বতন্ত্র মেয়রপ্রার্থী গোলাম সরোয়ার প্রধান বিপ্লব।
মঙ্গলবার (২৪ নভেম্বর) পলাশবাড়ী প্রেসক্লাবে পৌর এলাকায় কর্মরত সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এ আহবান জানান। তিনি বলেন, ক্ষমতার লোভে যারা দীর্ঘ ১৮ বছর ধরে পলাশবাড়ীসহ তিনটি ইউনিয়নের মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে রেখেছিল, এ নির্বাচনে তাদের বয়কটেরর মাধ্যমে উপযুক্ত জবাব দেওয়ার সময় এসেছে।
দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে যারা মানুষের ভোটাধিকার ফিরিয়ে এনেছে তারা আপনাদের সবার ভোট ও পূর্ণ সমর্থন পাবে বলে আমি বিশ্বাস করি। ১০ ডিসেম্বরের নির্বাচনে আমি সকল সাংবাদিকসহ এলাকার সর্বস্তরের মানুষের সমর্থন-সহযোগিতা কামনা করছি। তিনি আরো বলেন, আমি নির্বাচিত হলে আমার মরহুম বাবার মত সর্বদা আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো।
প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতার সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বাবু নির্মল মিত্র, প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফজলুল হক দুদু, সাংগঠনিক সম্পাদক শাহ আলম সরকার, সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সাংবাদিক ফেরদৌস মিয়া প্রমূখ। এসময় উপজেলার সকল প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনায় ছিলেন সাংবাদিক সিরাজুল ইসলাম রতন।
কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷