Breaking News

চলচ্চিত্রে শাহেদ-আইরিন জুটি

 প্রথমবারের মতো চলচ্চিত্রে জুটি বাঁধলেন শাহেদ শরীফ খান ও আইরিন সুলতানা। রিয়াজুল রিজুর ‘ব্ল্যাক লাইট’ ছবিতে দেখা যাবে তাঁদের। এর আগে সাইফ চন্দনের ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’-এ অভিনয় করেছিলেন দুজন। ২০১৫ সালে মুক্তি পাওয়া ছবিটির নায়ক-নায়িকা কায়েস আরজু ও আইরিন, শাহেদ হয়েছিলেন ভিলেন। এবার শাহেদ-আইরিনকে নিয়ে জুটি গড়লেন রিজু। এরই মধ্যে কক্সবাজার ও টেকনাফে ছবির প্রথম লটের শুটিং হয়েছে।

রিজুর প্রথম ছবি ‘বাপজানের বায়োস্কোপ’ ২০১৫ সালে সেরা ছবি, সেরা পরিচালকসহ আটটি বিভাগে জাতীয় পুরস্কার পায়। নতুন ছবিটিতে শাহেদ-আইরিন ছাড়াও অভিনয় করছেন যাহের আলভী, রাহা তানহা খান, আবু হেনা রনি, মেহেদী আকাশ, আফরিনা আজাদ প্রমুখ।

রিজু বলেন, ‘নির্মাণে আমার সরাসরি ওস্তাদ শাহেদ শরীফ খান। আমার শুরুটা উনার সহকারী হিসেবে। উনাকে নিয়ে ছবি করছি, এটা আমার জন্য বিশেষ কিছু। আইরিন শিল্পী হিসেবে বেশ আন্তরিক। আশা করছি, পর্দায় তাঁদের রসায়ন জমবে।’

শাহেদ ও আইরিন প্রায় একই সুরে বললেন, আমরা আগেও একসঙ্গে অভিনয় করেছি। আমাদের বোঝাপড়া বেশ ভালো। রিজু কাজটা করছে বেশ যত্ন নিয়ে। ভালো কিছুই হবে।

শিগগিরই শুটিং শেষ করে নতুন বছরের শুরুতেই ‘ব্ল্যাক লাইট’ মুক্তি দেওয়ার কথা জানালেন পরিচালক।


কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷