Breaking News

উপস্থাপিকা থেকে মডেল

 এই প্রজন্মের উপস্থাপকদের মধ্যে জনপ্রিয় একজন হচ্ছেন শান্তা জাহান। নান্দনিক আর অনবদ্য উপস্থাপনার জন্য বিভিন্ন টেলিভিশন শো এবং স্টেজ শো’তে আয়োজকদের কাছে ভীষণ রকম আস্থার নাম শান্তা জাহান। দীর্ঘদিনের পথচলায় নিজের আন্তরিক চেষ্টায় তিলে তিলে নিজেকে আজকের অবস্থানে নিয়ে আসতে পেরেছেন তিনি।



উপস্থাপনায় স্বীকৃতিস্বরূপ সম্প্রতি দেশের একটি বড় প্লাটফর্ম থেকে তিনি পুরস্কৃতও হয়েছেন। যে কারণে তার প্রতি আগ্রহও বেড়েছে আয়োজকদের। সেই নন্দিত শান্তা জাহান তার চলার পথের দীর্ঘদিনের জার্নিতে অনেক জনপ্রিয় সংগীতশিল্পীর গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করার প্রস্তাব পেয়ে আসছিলেন। কিন্তু কোনোটিতেই কাজ করতে সম্মত ছিলেন না শান্তা জাহান। অবশেষে দিঠি আনোয়ার ও ইউসুফ আহমেদ খানের গাওয়া ‘একটা কথা হয়নি বলা’ গানে মডেল হয়ে বেশ প্রশংসিত হয়েছেন তিনি। গানটি লিখেছেন ও সুর করেছেন সাখাওয়াত হোসেন মারুফ; সংগীতায়োজন করেছেন ইউসুফ আহমেদ খান। মিউজিক ভিডিওটি তৈরি করেছেন জাহিদুল ইসলাম। গত ২২ অক্টোবর ইউসুফ আহমেদ খানের নিজস্ব চ্যানেলে ‘ওয়াই বিটস’-এ গানটি প্রকাশিত হয়েছে। প্রথমবার কোনো গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে উপস্থিত হয়ে বেশ প্রশংসিত হচ্ছেন শান্তা জাহান। গানটিতে কাজ করা এবং গানটি প্রকাশের পর সাড়া পাওয়া প্রসঙ্গে শান্তা জাহান বলেন, ‘উপস্থাপনায় যে সময়টাতে আমি অনেক বেশি ব্যস্ত হয়ে উঠার ধারাবাহিকতায় চলে আসি, তখন থেকেই মূলত অনেকেই মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করার জন্য প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু নানা কারণে করা হয়ে ওঠেনি। দিঠি আপা আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ, আর ইউসুফ আমার খুব ভালো একজন বন্ধু। গানটির কথা এবং সুর আমার কাছে ভালো লেগেছে।

আরও ভালো লেগেছে দু’জনের গায়কী। যে কারণে এই গানটিতে কাজ করা। গানটি প্রকাশের পর থেকেই বেশ ভালো সাড়া পাচ্ছি। আমার সঙ্গে যারা নিয়মিত কানেক্টেড এবং পরিচিত, অপরিচিত অনেকেই গানটিতে আমার উপস্থাপনা প্রসঙ্গে প্রশংসা করেছেন। তাতেই আনন্দিত, খুশী আমি।’ এদিকে শান্তা জাহান এই মুহূর্তে বেশ ব্যস্ত সময় পার করছেন একটি স্যাটেলাইট চ্যানেল আয়োজিত রিয়েলিটি শো ‘বাংলার গায়েন’র উপস্থাপনা নিয়ে। লকডাউনের দিনগুলোর মধ্যে অনলাইনেই শান্তা জাহানের উপস্থাপনায় অংশ নিয়েছিলেন। এরইমধ্যে শান্তা জাহান এটিএন বাংলায় নতুন সাপ্তাহিক ম্যাগাজিন অনুষ্ঠান ‘সোনালী লাইফ সোনালী জীবন’-এর নিয়মিত উপস্থাপনা করছেন। শিগগির একুশে টিভিতে নতুন ম্যাগাজিন অনুষ্ঠান ‘সেরা নারীর সেরা রান্না’র উপস্থাপনার কাজ শুরু করতে যাচ্ছেন তিনি।


কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷